শ্রীলেখা মিত্র 

ব্যুরো নিউজ, ৯ নভেম্ববর :অবসাদ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে বহু বার মুখ খুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার আবারও একই বিষয় নিয়ে সরব হলেন তিনি। শ্রীলেখা তার সামাজিক মাধ্যমের পোস্টে অবসাদ এবং দৈহিক গঠন নিয়ে সমাজের কটূক্তি ও ট্রোলিংয়ের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, ‘ক’জন অবসাদগ্রস্ত মানুষের খোঁজ নেয়? আমরা কি কখনোই জানতে চাই, মানুষটা কেমন আছেন?’

রাহুল-আথিয়ার সংসারে আসছে নতুন অতিথি, ২০২৫-এ হবে সন্তানের আগমন!

পোস্টে লিখে অভিনেত্রী শ্রীলেখা জানান,

 ‘কাউন্টডাউন’ শুরু! কোন নতুন সুখবর দিতে চলেছে অভিনেত্র রাহুল দেব বসুর

এই পোস্টে শ্রীলেখা বলেন, ‘অনেক ক্ষেত্রেই অবসাদে মানুষ মোটা হয়, আমি নিজে তার উদাহরণ। কিন্তু কখনো কি আমরা জানি, মানুষটা ঠিক কীভাবে আছেন?’  শ্রীলেখা আরও বলেন, বেশ কিছু দিন আগে একটি অভিনেত্রীর শারীরিক পরিবর্তন নিয়ে যে ভাবে ট্রোল করা হচ্ছে, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটা একজন অভিনেত্রীর ওপর কত বড় চাপ হতে পারে, তা বোঝা উচিত।”

শ্রীলেখা মনে করেন, সৌন্দর্য এবং শরীরের আকার সম্পর্কে সমাজের ধারণা বয়সের সঙ্গে বদলায়, এবং অনেকেই বয়স বাড়লে নিজের সৌন্দর্য ধরে রাখতে কড়া ডায়েট মেনে চলে। তবে তার মতে, এই ধরনের ডায়েট ভবিষ্যতে শরীরের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, “হলিউডের সৌন্দর্যের সংজ্ঞা অনুসরণ করতে গিয়ে বলিউড এবং টলিউড নিজেদের নির্দিষ্ট মান অনুসরণ করছে, যা অনেক সময় ক্ষতিকর হতে পারে।”

নির্বাচনের আগে হরিয়ানা: রাহুলের সভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান নিয়ে রাজনৈতিক বিতর্ক

এছাড়া, শ্রীলেখা অবসাদ এবং মানসিক অসুস্থতা নিয়ে আরও বলেন, “প্রথমবার চিকিৎসকের কাছে যাওয়াটা বিরাট একটি কাজ। অনেক সময় বুঝতেই সময় লাগে যে, কীভাবে চিকিৎসকের কাছে যেতে হবে।” তিনি জানিয়ে দেন, নিজে অবসাদে ভুগে সে অভিজ্ঞতা থেকে চিকিৎসা নিয়েছেন এবং এখন চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর