shreemoyee-kanchan-first-pujo-celebration

ব্যুরো নিউজ, ১০ অক্টোবর :বিয়ের পর প্রথম পুজোয় একেবারে আলাদা আবহে কাটালেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং তাঁর স্বামী, তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। পুজোর পরিকল্পনা বিশেষ কিছু না থাকলেও, শ্রীময়ী আগেই জানিয়েছিলেন যে তারা বেরোবেন। পঞ্চমী থেকেই শুরু হয় তাদের পুজো উদযাপন।  আর দুদিন আগে সুন্দর সেজেগুজে একাধিক ছবি পোস্ট করেন শ্রীময়ী।

অজানা জগতের দরজা মাছির মস্তিষ্ক

‘ভুলভুলাইয়া ৩’ অভিনয় কাঞ্চনে

ষষ্ঠীর রাতে, হলুদ রঙের পোশাক পরে শ্রীময়ী এবং কাঞ্চন হাত ধরাধরি করে উত্তর কলকাতার ঠাকুরগুলো দর্শন করেন। অভিনেত্রীর ফেসবুক স্টোরিতে দেখা যায়, বন্ধু ও পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। তাদের মুখে হাসির ঝিলিক এই প্রথম পুজোর আনন্দকে আরো বৃদ্ধি করেছে।

পুজোর সময়ে বেপরোয়া মোটরবাইক আটকাতে পুলিশের বিশেষ ব্যবস্থা

এদিকে, কাঞ্চন মল্লিক পুজোর সময় একটি দারুণ খবর শেয়ার করেন। তিনি বলিউডের হাই বাজেট ছবি ‘ভুলভুলাইয়া ৩’-তে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এই সুযোগকে স্বীকৃতি হিসেবে দেখে কাঞ্চন বলেন, ‘৩৩ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে যে ভীতি থাকে, তা কখনোই মুছে যায় না।’

জোমাটোর সিইও দীপিন্দর গোয়েলের নতুন উদ্যোগ

তিনি ভগবানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ এই নতুন কাজের জন্যও দর্শকের ভালোবাসা দরকার। আমি আশা করছি, আগামী দীপাবলিতে ‘ভুলভুলাইয়া ৩’ মুক্তি পাবে।’  এভাবে পুজোর আনন্দের মধ্যে কাঞ্চনের নতুন যাত্রা যেন তাদের জীবনে নতুন সুখের ডালি নিয়ে এসেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর