ব্যুরো নিউজ,৫ ফেব্রুয়ারি: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র কখনই কোনো বিষয়ে তার মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পিছপা হননি। সম্প্রতি, তিনি তাঁর অতিরিক্ত ওজন বাড়ানোর সমস্যা, অবসাদ এবং টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। এক সাক্ষাৎকারে শ্রীলেখা জানান, তাঁর ওজন বাড়ার পিছনে মূল কারণ হলো অবসাদ। অভিনেত্রী বলেন, “দীর্ঘ সময় কাজ না করার কারণে নিজেকে মেন্টেন করার তাগিদটা চলে যায়।
বাঙালির জন্য দু রকমের নতুন রেসিপি টম্যাটোর পরোটা, রইল আপনার জন্য
অনলাইনে খাবার অর্ডার?
যখন দিনের পর দিন ক্যামেরার সামনে দাঁড়ানো হয় না, বাইরে বেরোতে হয় না, তখন রাতের বেলা ঘুম আসত না। তখন অনলাইনে খাবার অর্ডার করে, মিষ্টি খেতাম। এর ফলে একদিন দেখলাম, জিন্সটা আর ফিট করছে না। আগে শরীরচর্চা, ডায়েট মানতাম, কিন্তু এখন আর সেই ইচ্ছেটা পাই না।” শ্রীলেখা আরও জানান, “অবসাদের কারণে আমি চিকিৎসা করাচ্ছি এবং ওষুধও খাচ্ছি। বাড়ির কাজ করতে হয় না। অবসাদ থেকেই আমি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলাম, যেখানে টলিউডের অনেক তারকার বিরুদ্ধে নানা কথা বলেছিলাম।
কিন্তু কেন বলেছিলাম, তা কেউ বুঝতে পারেনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তার পর থেকেই আমায় পার্টি ও প্রিমিয়ারে ডাকাও বন্ধ হয়ে গিয়েছে। রাজনৈতিক মতাদর্শের কারণে আমাকে কষ্টও সহ্য করতে হয়েছে। কিন্তু এসব নিয়ে আমি কোনোভাবে চিন্তিত নই।”
দিল্লি নির্বাচনে উত্তেজনাঃ ভোটদান, অশান্তি এবং রাজনৈতিক চ্যালেঞ্জ
টলিউডের বর্তমান অবস্থার প্রসঙ্গে শ্রীলেখা বলেন, “আগে রাজনৈতিক মিছিলে যাঁরা হাঁটতেন, তাঁরা ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেনরা। এখন কারা হাঁটছেন? সোনামণি, ঝিঙ্কুমণিরা। এখন এখানে প্রকৃত শিক্ষিত মানুষের অভাব। আমি সিরিয়াল বা যাত্রার অফার পেয়েছি, কিন্তু এখন সিরিয়ালের মান অনেক কমে গেছে। লুক এবং ফিল মেলাতে পারি না। এসব যান্ত্রিক কাজ করতে আমার ইচ্ছা নেই।” অভিনেত্রী জানান, তিনি এখন ‘মহানগরী’ ছবিতে অভিনয় করবেন, যা পরিচালনা করেছেন আদিত্য বিক্রম সেনগুপ্ত।