ব্যুরো নিউজ, ৯ এপ্রিল : শাহজাহানকে মেডিক্যাল পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বার করা হয় মঙ্গলবার। জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সন্দেশখালির সাসপেন্ড হওয়া এই তৃণমূল নেতাকে। সংবাদমাধ্যমের তরফে সিজিও থেকে বেরোনোর পরেই শাহজাহানকে প্রশ্ন করা হয়, “আপনার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে?” এই প্রশ্নের উত্তরে তিনি সোজা ভাবে বলেন, “আমি কোনও উত্তর দিতে রাজি নই।’
তৃণমূলকে তুলোধোনা করলেন দিলীপ ঘোষ
আবার উল্টো গান গাইলেন শাহজাহান
এই প্রসঙ্গে শাহজাহান কিছু দিন আগেও অবশ্য বলেছিলেন, “আল্লা আছেন, বিচার করবেন!’’ আত্মপক্ষ সমর্থনের জন্য গত বুধবার অবশ্য তিনি নিজেই উদ্যোগী হন। এই বিষয়ে তিনি বলেন, ‘‘সব মিথ্যে! আমাকে ফাঁসানো হয়েছে।’’ আর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গত শুক্রবার শাহজাহান জানিয়েছিলেন, ‘‘সব মিথ্যা। ওরা বিজেপির দালাল।’’
দিনহাটায় জ্বালিয়ে দেওয়া হল নিশীথ প্রামাণিকের সভামঞ্চ
অপরদিকে, রবিবার শাহজাহান আবার উল্টো গান গাইলেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, “বিজেপির কে বা কারা আপনাকে ফাঁসাচ্ছে? আপনার কার বিরুদ্ধে অভিযোগ?” এই দুই প্রশ্নের উত্তরে তিনি খুব শান্ত স্বভাবে বলেন, “আমার কারও বিরুদ্ধে অভিযোগ নেই।” আবার ইএসআই হাসপাতালে রবিবার পৌঁছনোর পর শাহজাহানের দিকে প্রশ্ন ছুঁড়ে বলা হয়েছিল, “দল তো আপনার পাশে নেই। কী বলবেন?” এর উত্তরে শাহজাহানকে বলতে শোনা যায়, “কেউ থাকল বা না থাকল, আমার আল্লা আছে।”