ব্যুরো নিউজ, ৩ অক্টোবর :শিয়ালদাহ স্টেশনের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণের প্রস্তাব দিয়েছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে এই প্রস্তাবটি তুলেছেন তিনি। শমীক ভট্টাচার্য বলেন, ‘শিয়ালদাহ স্টেশনটির নাম শ্যামাপ্রসাদ মুখার্জির নামে হওয়া উচিত’।
যাদবপুরের ছাত্রের মৃত্যুঃ ‘আলু’র বিতর্কিত উপস্থিতি ডাক্তারদের মিছিলে
বিবেকানন্দর নামে নয় কেন?
এই প্রস্তাবটি নিয়ে ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তৃণমূলের নেতা কুণাল ঘোষ এর বিপরীতে মন্তব্য করেন যে, নাম পরিবর্তনের ক্ষেত্রে ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দিক থাকে। তিনি প্রশ্ন করেন, ‘এটি কেমন কথা যে, বিভিন্ন স্থানে একজনের নামে নামকরণ করতে হবে?’ তার মতে, শ্যামাপ্রসাদ মুখার্জির নামে ইতিমধ্যেই একটি স্থান আছে, তাই নতুন করে এই নামকরণের প্রয়োজনীয়তা নেই।
স্কুলের মিড ডে মিলের আতঙ্ক,অসুস্থ ৩৮ ছাত্র
এছাড়া, কিছু তৃণমূল নেতার দাবি, শিয়ালদাহ স্টেশনটির নাম বিবেকানন্দর নামে করার কথা ভাবা উচিত। শিয়ালদাহ স্টেশন হল দেশ তথা বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। যেখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন এবং বহু দূরপাল্লার ট্রেন ছাড়ে।
দুর্গাপুজোয় আয়ারল্যান্ডকে আমন্ত্রণ: শিল্প ও সংস্কৃতির মিলন
নাম পরিবর্তনের প্রস্তাবের কারণে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনীতির পরিসরে এই সিদ্ধান্তটি কীভাবে নেওয়া হবে। এতে কি কোন সাংস্কৃতিক প্রভাব পড়বে, তা নিয়ে অনেকেই চিন্তিত। রাজনৈতিক দলের মধ্যে এই বিষয়টি নিয়ে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে। যা শিয়ালদাহ স্টেশনের নাম পরিবর্তনকে একটি জটিল বিষয় করে তুলেছে।