Satabdi Roy

শর্মিলা চন্দ্র, ২০ মার্চ:দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলই কোমর বেঁধে নেমে পড়েছেন। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার নির্বাচনের প্রস্তুতি স্বরূপ তৃণমূলের থিম সং শ্যুট করলেন শতাব্দী রায়। হুডখোলা জিপে তৃণমূলের পতাকা হাতে কর্মী, সমর্থকেরা। সামনে শতাব্দী দলীয় পতাকা ধরে। বুধবার সকালে সিউড়ির তসরকাটা জঙ্গলে সেই প্রোমোর শ্যুটিং দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন।

জয়ের ব্যাপারে আশাবাদী শতাব্দী

প্রোমো শ্যুট নিয়ে অভিনেত্রী সাংসদ জানিয়েছেন, এই ভিডিয়ো শেয়ার করা হবে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়োর মাধ্যমে, জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে তৃণমূলের কথা।

Advertisement of Hill 2 Ocean

গার্ডেনরিচ কাণ্ডের পর বড় নির্দেশ পুরসভার

পরপর ৪ বার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী জিতেছেন শতাব্দী রায়। বীরভূমবাসী তাকে কখনও খালি হাতে ফেরায়নি। এবারের লোকসভা ভোটে বীরভূম অনুব্রতহীন। গতবারও ছিলেন তিনি। গরুপাচার মামলায় আপাতত জেলেই রয়েছেন তিনি। তবে অনুব্রতকে যে শতাব্দী মিস করেন সেকথা জানালেন সংবাদ মাধ্যমে। কয়েকদিন আগেই তারাপীঠ মন্দিরে হাতে পুজোর ডালি নিয়ে পুজো দিয়ে প্রচারে নামেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। প্রচারের শুরুতেও শতাব্দীর মুখে শোনা গেল অনুব্রত মণ্ডলের নাম। তিনি বলেন, অনুব্রত মণ্ডল নেই খারাপ লাগছে। মিস তো করবই। তাঁর অনুপস্থিতি কোনও প্রভাব ফেলবে না। জয়ের বিষয়ে ২০০ শতাংশ আশাবাদী তিনি। তবে এবারের ফলাফল কী হবে তা জানা যাবে ৪ জুন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর