শাহরুখ-গৌরী

ব্যুরো নিউজ,৩ জানুয়ারি:বলিউডের অন্যতম শক্তিশালী দম্পতি শাহরুখ খান এবং গৌরী খানের সম্পর্কের ইতিহাস অনেকটাই চড়াই-উতরাইয়ের। তাঁদের প্রেম শুরু হয়েছিল সেই সময়, যখন শাহরুখ খান বলিউডের তারকা হয়ে ওঠেননি। তারপর বহু বছর কেটে গিয়েছে, তাঁরা এখন তিন সন্তানের বাবা-মা, কিন্তু এখনও বলিউডে তাঁরা ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত। তবে তাঁদের সম্পর্কের শুরু সহজ ছিল না। একাধিক বাধা অতিক্রম করে তাঁরা একে অপরের সঙ্গে নিজেদের জীবন ভাগ করে নিয়েছেন।

শীতে ঠান্ডা লাগার সমস্যা কাটাতে সাহায্য করবে বড় এলাচঃ কীভাবে খাবেন জেনে নিন

‘পাওয়ার কাপল’


সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে গৌরী খান প্রকাশ করেন, শাহরুখ তার উপর অনেক নিয়ম-নীতি চাপিয়ে দিয়েছিলেন, যার মধ্যে ছিল পোশাক সংক্রান্ত কিছু নিষেধাজ্ঞাও। গৌরী জানান, শাহরুখ চাইতেন তিনি কখনো সাদা রঙের শার্ট না পরেন, কারণ শাহরুখ মনে করতেন, সাদা শার্ট খুবই স্বচ্ছ এবং রাস্তার মধ্যে খোলামেলা চুলে বেরোনোও ছিল নিষেধ। শাহরুখের কথায়, “তুমি আমার প্রেমিকা, তাই তোমার জন্য আমার কিছু নিয়ম থাকতে হবে।”

মুখ্যমন্ত্রীর কড়া ধমকে পরিবহণ মন্ত্রী ভয়ঙ্কর চাপে  

শাহরুখ স্বীকার করেন, তিনি তখন গৌরীকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন এবং এজন্য নিজেকে খারাপও ভাবতেন। তবে তিনি জানান, এই খারাপ হওয়ার অনুভূতি বেশ উপভোগ করতেন। গৌরী এই পরিস্থিতির সঙ্গে কীভাবে মানিয়ে নিয়েছিলেন? সে বিষয়ে গৌরী বলেন, “আমি কিছু দিনের জন্য শাহরুখকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। তাঁর একটা শিক্ষা দরকার ছিল।” ১৯৯১ সালের ২৫ অক্টোবর শাহরুখ খান গৌরী খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, আর তারপর থেকেই তাঁদের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে ওঠে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর