‘মন্নত’ ছাড়ছেন শাহরুখ খান! কিন্তু কেন?

ব্যুরো নিউজ,৬ ফেব্রুয়ারি:সপরিবারে ‘মন্নত’ ছাড়ছেন শাহরুখ খান! তবে স্থায়ীভাবে নয়, কারণ আগামী দু’বছর ধরে তার স্বপ্নের বাড়িতে সংস্কারের কাজ চলবে। আপাতত, পালি হিলের একটি নতুন আবাসনে উঠছেন শাহরুখ, গৌরী ও তাঁদের পরিবার। জানা গেছে, নতুন বাড়ির জন্য বছরে ২.৯০ কোটি টাকা ভাড়া দিতে হবে খান দম্পতিকে

নীল-তৃণার বিচ্ছেদ গুঞ্জন! চার বছরের সম্পর্ক কি সত্যিই ভাঙছে?

কোন অংশ সবচেয়ে প্রিয় গৌরীর?

মুম্বাই ভ্রমণে গেলে ‘মন্নত’-এর সামনে ভিড় করেন অনুরাগীরা। এই বিলাসবহুল বাড়ির কোন অংশ সবচেয়ে প্রিয় শাহরুখ-পত্নী গৌরীর?এক সাক্ষাৎকারে গৌরী খান জানিয়েছেন, তাঁর সবচেয়ে পছন্দের জায়গা বাড়ির সুইমিং পুলের ধারে বসা। তিনি বলেন,“যখনই কোনও বিষয়ে চিন্তায় থাকি, এই জায়গায় বসলে সব দুশ্চিন্তা কমে যায়।”

‘মন্নত’-এ কী পরিবর্তন আসছে?

📌 ২০২৪ সালে প্রশাসনের অনুমতি নিয়ে গৌরী সংস্কারের কাজ শুরু করেছেন।
📌 বাড়ির অন্দরসজ্জায় বড় পরিবর্তন আসবে
📌 ‘মন্নত’-এ আরও দুটি নতুন তল যোগ করা হবে
📌 মে মাস থেকে শুরু হবে দীর্ঘ দু’বছরের সংস্কার কাজ

জি বাংলার নতুন চমক! ‘তুই আমার হিরো’-র প্রোমোয় সুপারস্টার দেব!

শাহরুখ এখন ব্যস্ত ‘কিং’ সিনেমায়

এই মুহূর্তে শাহরুখ খান ব্যস্ত তাঁর নতুন সিনেমা ‘কিং’ নিয়ে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে মেয়ে সুহানা খানকে। এর আগে ‘দ্য আর্চিজ়’-এ ওটিটিতে ডেবিউ করেছেন সুহানা। তবে ‘কিং’ হবে তাঁর প্রথম বড় পর্দার সিনেমা।কাজ শেষ হলে নতুন রূপে আরও সুন্দর হয়ে উঠবে ‘মন্নত’, এমনটাই আশা করছেন অনুরাগীরা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর