Shah-Nadda in Karnataka-Tamil Nadu to win lok sabha
ব্যুরো নিউজ, ১১ ফেব্রুয়ারি: কর্নাটকে খুঁটি গাড়তে পারেনি বিজেপি, গত বছরের বিধানসভা  নির্বাচনে দক্ষিণী রাজ্য কর্নাটক-তেলঙ্গানা এই দু-জায়গাতেই ক্ষমতায় এসেছে কংগ্রেস। তাই লোকসভা জয়ে এই দুই রাজ্যেই বিজেপির দুই কামান্ডার।

সংসদে ‘নমো হ্যাট্রিক’ লেখা জাফরান হুডিতে সকলের মন কাড়লেন অনুরাগ ঠাকুর

দক্ষিণের ক্ষমতায় কে?

বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ৩৮ টি আসন জিতে নিয়েছিল ডিএমকে-কংগ্রেস, বাম জোট। তাই লোকসভা নির্বাচনের আগে জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি। বাদ পরেনি দক্ষিণী রাজ্য কর্নাটক-তেলঙ্গানাও। সূত্রের খবর, দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি এআইএডিএমকে নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন জেপি নাড্ডা। এআইএডিএমকের সমর্থন নিশ্চিত করে এনডিএ-র আসন সংখ্যা বাড়াতে মরিয়া বিজেপি।

 

Shah-Nadda in Karnataka-Tamil Nadu to win lok sabha

পাশাপাশি, কর্নাটক বিধানসভা নির্বাচনে হারের পর লোকসভা জিততে মরিয়া পদ্ম শিবির। কর্নাটকে নিজেদের খুঁটি গাড়তে উদ্যত অমিত শাহ। আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে শাহর। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি দলীয় কর্মসূচিও রয়েছে অমিত শাহ। কোনও ভাবেই দক্ষিণের মাতি ছাড়তে নারাজ গেরুয়া শিবির।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর