ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর : গুজরাতে এক কলেজপড়ুয়া তরুণীকে খুন ও ধর্ষণের ঘটনায় পুলিশ একটি চাঞ্চল্যকর ‘সিরিয়াল কিলার’কে গ্রেফতার করেছে। ভোলু কর্মবীর জাট নামে ২৫ বছরের এই যুবককে গ্রেফতার করা হয়। যিনি একাধিক খুন ও ধর্ষণের ঘটনায় জড়িত। পুলিশ জানিয়েছে ভোলু প্রায়ই একা মহিলাদের শিকার করতেন। তাদের খুন করার পর ধর্ষণ করতেন। তার শেষ শিকার ছিলেন গুজরাতের উর্বারার কলেজপড়ুয়া তরুণী।
নরওয়েতে ‘সিরিয়াল রেপিস্ট’ চিকিৎসক গ্রেফতার, ৯৪ জনের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ
অভিযোগ চলন্ত ট্রেনে একা মহিলাদের শিকার করতেন
১৪ নভেম্বর ওই তরুণী স্টেশনে ট্রেন থেকে নেমে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে রেললাইনের ধার দিয়ে খোঁজ শুরু করে। এরপর তারা তরুণীর অর্ধনগ্ন দেহ রেললাইনের কাছে একটি ঝোপে পড়ে থাকতে দেখে। পুলিশ তদন্ত শুরু করলে জানা যায় খুনের পর ভোলু ওই তরুণীর দেহের পাশে বেশ কিছু সময় কাটিয়ে ছিলেন।পুলিশ পরে সিসিটিভি ফুটেজ দেখে তার পরিচয় জানতে পারে। দেখা যায় রেলস্টেশনে ব্যাগ নিয়ে একটি সন্দেহজনক ব্যক্তি হাঁটছিলেন যা তদন্তের পথে গুরুত্বপূর্ণ ছিল। পুলিশের অনুসন্ধানে জানা যায় ভোলু বেশ কয়েকটি খুনের ঘটনায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ চলন্ত ট্রেনে একা মহিলাদের শিকার করতেন। ট্রেনের প্রতিবন্ধী কামরায় ধর্ষণের পর খুন করতেন।
অভিনেত্রী অহনা দত্তের বিরুদ্ধে কাজ না দেওয়ার হুমকি, আয়োজক ক্ষমা চেয়ে মুক্তি দিলেন
পুলিশ তদন্তে আরও জানতে পারে ভোলু গত ২০ অক্টোবর থেকে ২৪ নভেম্বরের মধ্যে পাঁচটি খুন করেছেন যার মধ্যে চারটি ছিল তরুণী। এই সময়ের মধ্যে তিনি মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তার খুনের ঘটনা ঘটিয়েছিলেন। তার অপরাধের সিরিজ মঙ্গলুরুর সোলাপুর থেকে শুরু হয়ে হাওড়া, সেকেন্দরাবাদ, পুণে এবং কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ছিল।