সরস্বতী পুজো ২০২৫ঃ কবে হবে—২ ফেব্রুয়ারি না ৩ ফেব্রুয়ারি? জানুন সঠিক তিথি

ব্যুরো নিউজ,৩০ জানুয়ারি :সরস্বতী পুজো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পুজো , যা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয়। এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত, যা বসন্তের আগমনের সূচনা ঘটায়। তবে ২০২৫ সালে সরস্বতী পুজো কখন হবে—২ ফেব্রুয়ারি না ৩ ফেব্রুয়ারি? এই প্রশ্নটি অনেকের মনে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। পঞ্জিকা অনুযায়ী, এই বছর পুজো কীভাবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে কিছু বিভ্রান্তি দেখা যাচ্ছে। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক পঞ্জিকাগুলির বিশ্লেষণ।

৩০ বছর পর শনিদেবের কুম্ভ রাশিতে অস্ত যাওয়া: কোন রাশির জাতকরা পাবেন বিশেষ লাভ?

পঞ্জিকা অনুসারে সরস্বতী পুজোর সঠিক তিথি

দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৫ সালে বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজো ২ ফেব্রুয়ারি, রবিবার শুরু হবে সকাল ৯টা ১৪ মিনিটে। এই তিথি শেষ হবে ৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৬টা ৫২ মিনিটে। অর্থাৎ, পুজো করার উপযুক্ত সময় ২ ফেব্রুয়ারি, রবিবার সকাল থেকেই শুরু হবে এবং সোমবার শেষ হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায়ও প্রায় একই হিসাব দেওয়া হয়েছে। পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৯টা ১৬ মিনিটে শুরু হবে এবং ৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৬টা ৫৩ মিনিটে শেষ হবে।গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, বসন্ত পঞ্চমী বেলা ১২টা ১২ মিনিট ৫৯ সেকেন্ডে শুরু হবে ২ ফেব্রুয়ারি, রবিবার, এবং ৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৯টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ডে শেষ হবে।বেণীমাধব শীলের গার্হ্যস্থ পঞ্জিকাও ২ ফেব্রুয়ারি, রবিবার পঞ্চমী তিথির শুরু হওয়ার সময় সকাল ১২টা ৩৪ মিনিটে উল্লেখ করেছে। ৩ ফেব্রুয়ারি, সোমবার সকালে ৯টা ৫৯ মিনিটে শেষ হবে এই তিথি।

সরস্বতী পুজোর রীতি ও পার্বণ

বঙ্গ সমাজে সরস্বতী পুজো একটি বড় ধর্মীয় উৎসব। এই দিনে দেবী সরস্বতীর আরাধনা করা হয়, যাতে মানুষের জ্ঞান, বুদ্ধি ও সৃজনশীলতা বৃদ্ধি পায়। পশ্চিমবঙ্গসহ পূর্ববঙ্গীয় অঞ্চলে সরস্বতী পুজোর বিশেষ কিছু রীতিনীতি পালন করা হয়। এক্ষেত্রে, জোড়া ইলিশ মাছ বরণের রীতি প্রচলিত রয়েছে, যা সরস্বতী পুজোর সাথে সম্পর্কিত না হলেও, এই অঞ্চলের সমাজে তা একটি জনপ্রিয় প্রথা হয়ে উঠেছে।পুজোর পরদিন শীতল ষষ্ঠী পুজো হয়, যা অনেক অঞ্চলে গোটা সেদ্ধ খাওয়ার রীতি অনুসরণ করে।

২০২৫ সরস্বতী পুজোঃ জানুন সেরা সময় ও তিথি

২০২৫ সালের সরস্বতী পুজো ২ ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হবে এবং ৩ ফেব্রুয়ারি সোমবারে শেষ হবে। যদিও কিছু পঞ্জিকায় বিভ্রান্তি দেখা যাচ্ছে, কিন্তু অধিকাংশ পঞ্জিকায় সরস্বতী পুজো ২ ফেব্রুয়ারিতেই হবে বলে নিশ্চিত করা হয়েছে। এই দিনটি সরস্বতী দেবীর আরাধনা, পুজো এবং বাঙালির অন্যতম প্রধান উৎসবের দিন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর