২০২৫ সরস্বতী পুজোঃ জানুন সেরা সময় ও তিথি

ব্যুরো নিউজ,২০ জানুয়ারি :এসে গেল বাঙালির অন্যতম প্রিয় উৎসব – সরস্বতী পুজো। সরস্বতী পুজো, যা বাঙালির কাছে এক বিশেষ ঐতিহ্য এবং আধ্যাত্মিক উৎসব, তা মাঘ বা ফাল্গুন মাসের শ্রী পঞ্চমী তিথিতে পালন করা হয়। বাগদেবী সরস্বতী প্রতিটি ঘরে পূজিত হন, বিশেষত ছাত্র-ছাত্রীরা তাঁদের বিদ্যার দেবীকে মিষ্টি ফল ও ফুল নিবেদন করে।

পাঁচফোড়নের পাঁচটা ফোড়নে কি কি মসলা থাকে জানেন? অনেকেই জানেন না

কখন জানুন

এ বছর সরস্বতী পুজো পড়েছে ২ ফেব্রুয়ারি। পুজো করার সেরা সময়টি থাকবে সকাল ৯.১৪ থেকে বেলা ১২.০১ পর্যন্ত। এই সময়টাতে, বসন্ত পঞ্চমী তিথি বিশেষভাবে পালন করা হয়। ২ ফেব্রুয়ারি সকাল ৯.১৪ মিনিটে শুরু হবে শ্রী পঞ্চমী তিথি, যা চলতে থাকবে পরবর্তী দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৬.৫২ মিনিট পর্যন্ত।

স্বাস্থ্যকর বিরিয়ানিঃ রোজ খেলেও বাড়বে না ওজন, শরীর থাকবে ফিট

সরস্বতী পুজোর দিন, বিশেষত এই সময়টিতে, বহু পরিবার তাদের ঘরে বাগদেবীর মূর্তি স্থাপন করে পূজা অর্চনা করেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে এই পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে কারণ তাঁরা এই দিনটিকে নতুন বই, খাতা ও পেনসিলের ওপর আশীর্বাদ গ্রহণের দিন হিসেবে মনে করেন। এছাড়াও, সরস্বতী পুজো বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা আনন্দ ও ধ্যানে পূর্ণ করে তোলে প্রতিটি ঘর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর