ব্যুরো নিউজ, ১৬ মে, শর্মিলা চন্দ্র: বিজেপির রাজ্য মুখপাত্র শঙ্কুদেব পণ্ডার গাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার সময় বিজেপির দলীয় অফিসের সামনে তাঁর গাড়ি ছিল। সেই সময় তাঁর গাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। চণ্ডীপুর বিধানসভার অন্তগর্ত বিজেপির দলীয় অফিসে সামনের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়।
খুনের পরিকল্পনায় হামলার অভিযোগ বিজেপির
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ তাঁকে খুনের পরিকল্পনা করেই দুষ্কৃতীরা তার গাড়িতে হামলা চালায়। তাদের প্রশ্ন দুষ্কৃতীরা বাইকে করে এসেছিল। এটি যদি দুর্ঘটনাই হত তাহলে কোনো বাইক আরোহী আহত হল না কেন? তাদের অভিযোগ শঙ্কুদেব পণ্ডা গাড়িতে আছেন ভেবে দুষ্কৃতীরা তাঁর গাড়িতে হামলা চালিয়েছে। অন্যদিকে, গাড়িতে হামলার ঘটনায় চণ্ডীপুর বিধানসভা এলাকার ‘কুখ্যাত চুল মাফিয়া’ মুকুল আলির নেতৃত্বেই এই হামলা হয়েছে বলে অভিযোগ শঙ্কুদেব পণ্ডার।