Sanjay Verma's claims

ব্যুরো নিউজ,২১ অক্টোবর:কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভর্মা সম্প্রতি কানাডার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, কানাডায় বসবাসকারী খলিস্তানি জঙ্গিরা আসলে কানাডা সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (CSIS)-এর গোপন এজেন্ট। সঞ্জয় ভর্মা একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারের সময় এই দাবি করেন। তিনি বলেন, “জাস্টিন ট্রুডোর সরকার দীর্ঘদিন ধরেই খলিস্তানি কট্টরপন্থীদের সমর্থন করে আসছে। আমি জানি যে কিছু খলিস্তানি জঙ্গি সিএসআইএস-এর ডিপ অ্যাসেট। তবে আমি এখন কোনো প্রমাণ দিচ্ছি না।”

তরুণী চিকিৎসক খুনের তদন্তে নতুন মোড়ঃ ফোনে তথ্য মুছে ফেলা নিয়ে তদন্ত চলছে

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

সঞ্জয় নিজ্জরের খুনের প্রসঙ্গেও কথা বলেন এবং এটিকে একটি জঘন্য ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, “যেকোনও খুনই দুর্ভাগ্যজনক। আমি এর নিন্দা জানাচ্ছি। তবে এই ঘটনার পেছনে আমাদের তদন্ত করতে হবে।” ভারতীয় কূটনীতিবিদ আরও জানান, “আমরা চাই, কানাডার বর্তমান সরকার আমাদের বিরুদ্ধে কাজ করছে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে। খলিস্তানি জঙ্গিরা কানাডার নাগরিক, কিন্তু তাদের কর্মকাণ্ড ভারতীয় অখণ্ডতার জন্য হুমকি।” সঞ্জয় ভর্মা কানাডা সরকারের কাছে আবেদন করেছেন যে, তাদের নাগরিকদের অন্য দেশের অখণ্ডতা চ্যালেঞ্জ করতে দেওয়া উচিত নয়।নিজ্জরের খুনে ভারতের সম্পৃক্ততার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “যে অভিযোগ ওঠেছে, সে সম্পর্কে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। কানাডা সরকার এই বিষয়ে একটিও প্রমাণ দেয়নি।”

পুরনো পোস্টে ভাইরাল মন্তব্যঃ সুদীপ্তা চক্রবর্তীর প্রতিবাদ

তিনি আরও বলেন, “ভারত একটি আইন মেনে চলা দেশ। যদি কানাডার আদালতে কোনো প্রমাণ গ্রহণযোগ্য হয়, তবে তা ভারতের আদালতেও হতে পারে। তবে কানাডার কর্মকর্তারা আমাদের সহযোগিতা করেননি।”এদিকে, গত ৮ অক্টোবর কানাডার অফিসাররা ভারতে এসে নিজ্জরের খুনের প্রমাণ তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু সঞ্জয় ভর্মা দাবি করেন, “এ ধরনের সরকারি দলের জন্য ভিসা আবেদন করতে হয়। তারা যখন আমাদের জানিয়েছে, তখন তাদের বিমান ইতোমধ্যে উড়ে গেছে। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়।”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর