সঞ্জয় রায়

ব্যুরো নিউজ,২০ জানুয়ারি :কলকাতা পুলিশের কড়া নিরাপত্তায় সোমবার সঞ্জয় রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়। তরুণী চিকিৎসক আরজি করের ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত সঞ্জয় রায়কে আজ, সোমবার, সাজা ঘোষণার জন্য প্রেসিডেন্সি জেল থেকে আদালতে আনা হয়। সাজা ঘোষণার আগে পুলিশ সঞ্জয়কে শিয়ালদা আদালতে নিয়ে আসে, যেখানে আদালতকে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যাবস্থায় ঘিরে রাখা হয়েছিল। এদিন সকাল সাড়ে ১০টার সময় কড়া নিরাপত্তার মধ্যে সঞ্জয়কে জেল থেকে বের করে গাড়িতে তোলা হয়।

ভারত ইতিহাস গড়লো। জিতল দুটি বিশ্বকাপ, এক ঘণ্টার মধ্যে ডাবল খো খো জয় ভারতের

কড়া নিরাপত্তা ব্যবস্থা

সংবাদমাধ্যম যেন তার ছবি তুলতে না পারে, সেজন্য পুলিশ সব রকম ব্যবস্থা নিয়েছিল। এরপর আলিপুর রোড এবং আচার্য জগদীশচন্দ্র বসু রোড হয়ে সঞ্জয়ের গাড়ি পৌঁছায় শিয়ালদা আদালতে।বেলা সাড়ে ১২টায় বিচারক সঞ্জয়ের সাজা ঘোষণা করবেন বলে জানা গেছে। যদি সঞ্জয়কে ফাঁসির সাজা দেওয়া হয়, তবে এটি সম্ভবত তার জীবিত অবস্থায় জেলের বাইরে শ্বাস নেওয়ার শেষ সুযোগ হবে। কারণ, ফাঁসির সাজা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করলে অভিযুক্তকে সেখানে হাজির করার বাধ্যবাধকতা নেই। তবে বিশেষ আবেদনের ভিত্তিতে আদালত অভিযুক্তকে হাজির করানোর নির্দেশ দিতে পারে, কিন্তু সাধারণত তা হয় না।

সইফ আলি খানের উপর হামলা: তদন্ত চলছে, পুলিশ সন্দেহ করছে ভিতরের কেউ জড়িত

ফাঁসির সাজাপ্রাপ্তদের জন্য জেলে বিশেষ সেলে কড়া নিরাপত্তায় রাখা হয়, এবং পশ্চিমবঙ্গে ফাঁসির সাজা কার্যকর করা হয় প্রেসিডেন্সি জেলেই। এর মানে, যদি সঞ্জয়ের ফাঁসির সাজা হয়, তবে তাকে এক জেল থেকে আরেক জেলে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না।এই অবস্থায়, রায় ঘোষণার পর সঞ্জয় রায়কে সম্ভবত অবশিষ্ট জীবনটুকু কাটাতে হবে জেলের কুঠুরিতেই। পুলিশ ও আদালত উভয়েই কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে কোনও অঘটন না ঘটে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর