সঞ্জয়ের বিস্ফোরক দাবি—'ফাঁসানো হচ্ছে', ডাক্তারদের মধ্যে নতুন প্রশ্ন উঠল

ব্যুরো নিউজ,৫ নভেম্বর:কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় আদালতে চার্জ গঠন হয়েছে। এই মামলার অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়, যাকে সিবিআই গ্রেফতার করেছে। আদালত থেকে বেরিয়ে আসার পর এক বিস্ফোরক দাবি করেছেন। সঞ্জয়ের কথায়, সরকার তাকে ফাঁসাচ্ছে এবং ডিপার্টমেন্ট তাকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলেছে। তার এই দাবির পর, আন্দোলনকারী ডাক্তারদের মধ্যে কিঞ্জল নন্দ এই প্রসঙ্গে মুখ খুলেছেন।

আর জি করে নির্যাতিতার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি শুভেন্দুর

কে সত্যি, আর কে মিথ্যা?

কিঞ্জল নন্দ স্পষ্ট জানিয়েছেন, ‘এটা একমাত্র একজনের কাজ হতে পারে না।’ তার দাবি, সঞ্জয়কে যদি সত্যিই ফাঁসানো হয়ে থাকে, তবে সে তথ্য প্রকাশ্যে আনুক সিবিআই। কিঞ্জল আরও বলেন, ‘আমরা আন্দোলনকারী, তদন্তকারী নই। সিবিআই তদন্ত করছে, কিন্তু তিন মাসের পরেও সঞ্জয় ছাড়া আর কাউকে গ্রেফতার করা হয়নি। চার্জশিটে সঞ্জয় ছাড়া অন্য কোনো নাম নেই। সিবিআইকে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে।’

দক্ষিণ কলকাতার কালীপুজো মণ্ডপে তৃণমূল কাউন্সিলরের কোন্দলে ভাঙচুর

এদিকে সঞ্জয় রায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলেছেন, ‘তাহলে কারা তাকে ফাঁসাচ্ছে? কেন তাকে ফাঁসানো হচ্ছে?’ সঞ্জয়ের দাবি, ‘আমি কিছুই করিনি। আমাকে বিনা কারণে ফাঁসানো হচ্ছে। আমি ধর্ষণ এবং হত্যার সঙ্গে জড়িত নই।’ তবে, এই বিতর্কের মধ্যেও সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে, এবং তারাই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে সত্যি, আর কে মিথ্যা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর