সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের

ব্যুরো নিউজ,২৪ অক্টোবর:আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল নার্কো এবং পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি না দেওয়ায় কারণে ভবিষ্যতে আইনি লড়াইয়ে বিপাকে পড়তে পারেন বলে মনে করছে আইনজীবীদের একাংশ। তাদের নার্কো এবং পলিগ্রাফ পরীক্ষার অসম্মতির কারণে সিবিআই এর তদন্তের সহযোগিতা হতে পারে। তারা জামিনের বিরোধিতা এবং বিচার প্রক্রিয়া জোরদার করতে পারেন বলেই মনে করছেন আইনজীবীরা।

কলকাতায় ২৪ ঘণ্টার মধ্যে আঁচড়ে পড়বে মুষলধারে বৃষ্টি

অসম্মতি

পাশাপাশি সিবিআই কর্তারা সন্দীপ এবং অভিজিৎ এর অসহযোগীতার বিষয়টি শীর্ষ আদালতে ‘স্ট্যাটাস রিপোর্টে’ উল্লেখ করবেন বলে জানিয়েছেন।।আর জি কর হাসপাতালে মৃতা তরুণী চিকিৎসক কে ধর্ষণ এবং খুনের মামলায় এখনো জেল হেফাজতে আছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল। সম্প্রতি সন্দীপ এবং অভিজিতের ফোনের ফরেন্সিক রিপোর্টে জানা গিয়েছে যে আরজিকর ঘটনার পর তারা বহু তথ্যপ্রমাণ লোপাঠ করেছেন এবং তথ্যপ্রমাণের অদল বদল করেছেন। তার পাশাপাশি বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তদন্তযোগ্য সূত্র উঠে এসেছে। সন্দীপ এবং অভিজিতের ফোন ঘেটে আর জি কর কাণ্ডে আরো কয়েকজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সিবিআই কর্তারা জানিয়েছেন এই সমস্ত তথ্য পাওয়ার পরেই তারা নার্কো এবং পলিগ্রাফ পরীক্ষার জন্য আদালতে আবেদন করেছিলেন। সন্দ্বীপের অবশ্য এর আগে এক দফা পলিগ্রাফ পরীক্ষা করানো হয়েছিল। কিন্তু নতুন তথ্য হাতে আসার পর সেই বিষয়ে বিশদে জানার জন্য দুজনকে নার্কো এবং পলিগ্রাফ পরীক্ষার আবেদন করা হয়।

ঘূর্ণিঝড় ‘ডানা’র আতঙ্কে উড়ান পরিষেবা বন্ধ কলকাতা বিমানবন্দরে

ভারতীয় সংবিধানের ২০ (৩) ধারায় স্পষ্ট বলা আছে যে অভিযুক্তদের সম্মতি ছাড়া এ ধরনের পরীক্ষা করা যায় না। সন্দীপ এবং অভিজিৎ দুজনেই ওই পরীক্ষার অসম্মতি জানিয়েছেন। অসম্মতি প্রকাশ করার কারণে তদন্তকারী সংস্থার পক্ষে পরীক্ষা করানো সম্ভব নয়। তার ফলে এই রায় সিবিআই এর তদন্তের বিপক্ষে গিয়েছে। কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন ‘শুধু জামিনের বিরোধিতা নয় অসম্মতির বিষয়টি বিচার প্রক্রিয়ার সময় ওই দুজনকে দোষী সাব্যস্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে সিবিআই।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর