ব্যুরো নিউজ, ৯ মে: যতই দিন এগোচ্ছে ততই কার্যত জটিল হচ্ছে সন্দেশখালির পরিস্থিতি। একের পর এক পর্দা ঘুলছে। আদতেই কি সমাধান সূত্র মিলছে নাকি সব ঘেঁটে ঘ? কিছু দিন আগেই ভাইরাল হয়েছিল সন্দেশখালির একটি ভিডিও তা নিয়েও স্বর গল পড়ে যায় রাজ্য- রাজনীতিতে। এবার সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর তা থেকেই একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। তবে সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল।
বহরমপুর থানার আইসিকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। সন্দেশখালি কাণ্ডে রাষ্ট্রপতির কাছে গিয়ে ধর্ষণ, নির্যাতন, অত্যাচারের অভিযোগ জানায় সন্দেশখালির আন্দোলনকারী মহিলারা। এবার তাদের পরিচয় নিয়েই সংশয় প্রকাশ করেন বিজেপি প্রার্থী রেখা পাত্র।
সেই ভিডিওতে কয়েকজন প্রশ্ন তোলেন যে, রাষ্ট্রপতির কাছে নির্যাতিতা মহিলাদের নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তাদের সেখানে নিয়ে যাওয়া হয়নি। ফলে যাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাঁরা কারা? একই সঙে তাঁরা জানায় যে, তাঁরা সকলেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন জানিয়েছেন অভিযোগও। কিন্তু তাদের বাদ রেখে কাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হল?
আর এই ঘটনায় প্রশ্ন উঠছে যে, তবে যাদের নিয়ে যাওয়া হয়েছিল তারা নির্যাতিতা নন? আদতেই যারা নির্যাতিনের শিকার হয়েছিল তাদের বাদ রেখে কাদের সেখানে নিয়ে যাওয়া হল?