ব্যুরো নিউজ,৫ ডিসেম্বর:বলিউড সুপারস্টার সলমান খানকে আবারও সরাসরি হুমকি দেওয়া হয়েছে।এবার মুম্বাইয়ের দাদারাতে শুটিং চলাকালীন এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর বুধবার রাতে যখন সলমান খান শুটিং করছিলেন তখন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেটে ঢুকে পড়ে।
নাভিতে তেল লাগানোর উপকারিতা কি জানেন? নাভিতে তেল দেওয়ার চমৎকার ফল
তদন্ত শুরু
নিরাপত্তারক্ষীরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি ধমকি দিয়ে বলে, “ফোন করবো নাকি লরেন্স বিষ্ণুকে?” এর পরই নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে আটক করেন এবং পুলিশে খবর দেন।পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে শিবাজী পার্ক থানায় নিয়ে যায়।এটি সলমান খানকে হুমকি দেওয়ার আরেকটি ঘটনা।এর আগে তাকে একাধিকবার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে গত বছরও তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং পুলিশ তার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছিল।
শিরোমণি আকালি দল নেতা সুখবীর সিং বাদলকে গুলি চালিয়ে হত্যার চেষ্টা
এমন পরিস্থিতিতে সালমান খান ও তার পরিবার আতঙ্কিত হলেও পুলিশের হস্তক্ষেপে তারা কিছুটা শান্তি পেয়েছেন। যদিও এই হুমকির ঘটনা তার নিরাপত্তার দিকে আরও প্রশ্ন তুলেছে তবে পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।