ব্যুরো নিউজ,১৭ ফেব্রুয়ারি :সলমন খান ও তাঁর পরিবার সব ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তাঁদের পরিবারে মিশ্র সংস্কৃতির প্রভাব স্পষ্ট। সলমনের বাড়িতে যেমন গণেশ পুজো পালিত হয়, তেমনি ঈদ উৎসবও পালন করা হয়। সলমন নিজেও একাধিকবার জানান, তাঁর পরিবারে ধর্মের কোনো বাধা নেই। সলমনের বাবা সেলিম খান মুসলিম, মা সালমা খান হিন্দু, এবং সৎ মা হেলেন খ্রিস্টান। এই কারণে তিনি সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করেন।
যারা নীল পছন্দ করেন তাদের চরিত্র কেমন হয় জানেন?
কি জানান তিনি?
এমনকি, সলমন খান এক টেলিভিশন শোয়ে জানান, তিনি গোরুর মাংস বা শুয়োরের মাংস কখনোই ছুঁয়ে দেখেন না। তার মায়ের প্রতি গভীর ভালোবাসা থেকেই গোরুর মাংস না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, “আমরা গোরুকে খুব সম্মান করি, এবং আমার মা হিন্দু হওয়ার কারণে আমি গোরুর মাংস খাই না।” সলমন তাঁর মাকে যে কতটা ভালোবাসেন ও শ্রদ্ধা করেন, তা তাঁর কথাতেই স্পষ্ট।
সলমনের বাবা সেলিম খানও প্রায়ই তাঁর ছেলের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন। তিনি জানিয়েছেন কেন সলমন এখনও বিয়ে করেননি। সেলিম খান বলেন, সলমন তার জীবনে সন্তুষ্ট এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রাখঢাক রাখেন না। সেলিম খান তাঁর দুটি স্ত্রীর জন্য গর্বিত, কারণ তাঁর দুটি স্ত্রীর মধ্যে সম্পর্ক অত্যন্ত সুন্দর এবং পারিবারিক ঐক্য বজায় রাখেন তাঁরা।
প্যাকেটজাত দুধ কি ফোটানো উচিত? কি বলছেন গবেষকরা?
সেলিম খানের মতে, এই ঐক্য এবং ভালোবাসা তাদের পরিবারকে আরও শক্তিশালী ও সুসংহত করেছে।সলমন এবং তাঁর পরিবার এক অনন্য উদাহরণ, যেখানে ধর্মের প্রতি শ্রদ্ধা, পারিবারিক ঐক্য, এবং ভালোবাসার কোনও ভেদাভেদ নেই। সেলিম খান ও তাঁর পরিবার প্রতিনিয়ত এই সঙ্গতিপূর্ণ জীবনযাপনের মাধ্যমে আমাদের সামনে একটি সুন্দর বার্তা প্রদান করেন।