ছুরির কোপে গুরুতর আহত কিন্তু পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সইফ

ব্যুরো নিউজ,১০ ফেব্রুয়ারি :একটি ভয়াবহ দুর্ঘটনার পর মাত্র পাঁচ দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন সইফ আলি খান। ছ’বার ছুরির কোপ খেয়ে শিরদাঁড়ার কাছে ভাঙা ধাতব ফলা ঢুকে গিয়েছিল, যার ফলে বেরিয়ে এসেছিল সেরিব্রো-স্পাইনাল তরল। এমন গুরুতর আঘাতের পরেও কীভাবে সইফ এত দ্রুত সুস্থ হয়ে উঠলেন, তা নিয়ে বিভিন্ন রকমের গুঞ্জন শুরু হয়েছে। কিছু মানুষ তো সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন যে, এই ঘটনা হয়তো ‘সাজানো’ ছিল।

Aero India 2025ঃ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণ ভারতের বিমান প্রতিরক্ষা শোতে

দুর্ঘটনা ঘটে

এমন পরিস্থিতিতে সইফের প্রত্যাবর্তন নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।জানুয়ারি মাসে এই দুর্ঘটনা ঘটে, এবং ফেব্রুয়ারির শুরুতে এই নিয়ে আলোচনা থামেনি। রবিবার সইফকে আবারও দেখা গেল লীলাবতী হাসপাতালে। সাদা টিশার্ট, ডেনিম প্যান্ট, এবং সানগ্লাস পরে হাসপাতালের ভিতরে প্রবেশ করেন তিনি। তাঁর চারপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। যদিও, এই প্রথম তিনি হাসপাতাল থেকে ফেরার সময় যেমন সবার সাথে ছবি তোলেন এবং অভিবাদন গ্রহণ করেন, এবার তা এড়িয়ে গিয়েছিলেন।

সরাসরি হাসপাতালে প্রবেশ করেন তিনি, যা থেকেই স্পষ্ট যে, তার সুস্থতার পরও কিছু চিকিৎসক তার রুটিন চেকআপের জন্য পরামর্শ দিয়েছিলেন।চিকিৎসকরা জানিয়েছেন, সইফ এখন পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। তবে, তার অবস্থা এখন স্থিতিশীল হলেও, সময়-সুযোগ মতো চিকিৎসকদের সঙ্গে তার চেকআপ হতে থাকবে।

Aero India 2025ঃ HAL এর নতুন ‘যশস’ জেট ট্রেনার উন্মোচন করল

কিছুদিন আগে সইফকে একটি নেটফ্লিক্সের অনুষ্ঠানে দেখা গিয়েছিল।এখন সইফের দ্রুত সুস্থ হয়ে ওঠার ঘটনাটি রহস্যের সৃষ্টি করেছে এবং অনেকে এখনও এর পেছনে কিছু গোপন তথ্য খুঁজছেন। এর পরিপ্রেক্ষিতে সবাই অপেক্ষা করছে, সইফ তার অভিজ্ঞতা সম্পর্কে আরও কী বলতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর