তদন্ত চলছে, পুলিশ সন্দেহ করছে ভিতরের কেউ জড়িত

ব্যুরো নিউজ,২০ জানুয়ারি :সম্প্রতি মুম্বাইয়ে বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী হামলা চালিয়েছে। মুম্বই পুলিশের প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, সইফের বাড়িতে ঢুকে লুটপাট করার উদ্দেশ্যে হামলা করা হয়। দুপুর ২টা নাগাদ এই ঘটনা ঘটলেও, পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখেছে, হামলাকারী ২টা আগে বাড়ির ভিতরে প্রবেশ করেননি। তবে কীভাবে বা কখন ওই দুষ্কৃতী সইফের বাড়িতে প্রবেশ করেছিলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ।মুম্বই পুলিশের আরও একটি সূত্র মারফত জানা গেছে, হামলার সাথে জড়িত ব্যক্তি সইফের বাড়িতে কাজ করা এক পরিচারিকার পরিচিত।

প্রয়াত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী 

দ্রুত তদন্ত শুরু

সেই পরিচারিকার মাধ্যমে দুষ্কৃতীটি সইফের বাড়িতে প্রবেশ করতে পেরেছে। তবে, তদন্তকারীরা এখনো নিশ্চিত হতে পারেননি যে, হামলায় ঠিক কীভাবে এই ঘটনা ঘটেছে।পুলিশের ধারণা, সইফের বাড়ির কোনও কর্মী বা ঘরের ভিতরের কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে। ইতিমধ্যেই সইফের বাড়িতে কাজ করা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একাধিক সূত্র থেকে জানা গেছে, সইফ আলি খানের পাশাপাশি, তার বাড়িতে কাজ করা এক পরিচারককেও ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তবে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানান, “এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢুকেছিল। এরপর সইফের সঙ্গে তার হাতাহাতি হয়, যার ফলে অভিনেতা আহত হয়েছেন। বর্তমানে সইফের চিকিৎসা চলছে এবং তদন্ত চলছে।” পুলিশ যদিও তদন্ত নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি, তবে তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তদন্ত শুরু করেছে।

আত্মহত্যা করলে প্ররোচনার দায় কারো ওপর চাপিয়ে দেয়া যাবে না। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশিকা

অন্যদিকে, সইফ আলি খানের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে আড়াই ঘণ্টার অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা তার শরীর থেকে ছুরির অংশ বের করেছেন এবং স্নায়ুর অস্ত্রোপচারও সফল হয়েছে। সইফের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের অনেক রাজনীতিকও, যাদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করেছেন।এখনো তদন্ত চলছে এবং পুলিশ এই হামলার পেছনের রহস্য উদঘাটন করতে কাজ করছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর