id action

নয়া অ্যাকশন ইডির তরফে! শাহজাহানের ইটভাটা ও মাছের বাজারে তল্লাশি ইডির!

ফের অ্যাকশনে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ব্যুরো নিউজ, ১৪ মার্চ, পুস্পিতা বড়াল: সন্দেশখালির ওপর দৃষ্টি পড়ল ইডির। সূত্রের খবরে জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দারা বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড নেতা শেখ শাহজাহানের ইটভাটা ও মাছের বাজারে তল্লাশি চালাচ্ছেন।

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে মুখ খুললেন অর্জুনকে নিয়ে।

বিল গেটসের সঙ্গে বৈঠকে মোদী | কী কী বিষয়ে আলোচনা?

ফের অ্যাকশনে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

রেশন দুর্নীতিতে অভিযুক্ত শাহজাহান শেখের বিরুদ্ধে আমদানি-রপ্তানি সংক্রান্ত একটি মামলায় তদন্ত চালাচ্ছে ইডি।গোপন সূত্রে জানা গিয়েছে, ইডির দুটি দল এদিন সকাল ৬.৩০ নাগাদ সন্দেশখালি পৌঁছে যায়। সঙ্গে আছেন আধাসেনার জওয়ানরাও। গোয়েন্দারা দুটি দলে বিভক্ত হয়ে তল্লাশি চালাচ্ছেন। ইডি সেই সূত্র ধরেই এদিন ধামাখালির কাছে একটি মাছের পাইকারি বাজারে তল্লাশি চলছে। ইডি আধিকারিকরা এই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও হানা দিয়েছেন।

শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সন্দেশখালিতে নদীর পারেও। গোয়েন্দারা শাহজাহানের ইটভাটাতেও তল্লাশি চালাচ্ছেন। ইডির তরফে দাবি উঠেছে, রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে চিংড়ি ব্যবসা এবং ইটভাটার কারবারের আড়ালে। এই মামলার তদন্তে গত ২৩ ফেব্রুয়ারি ইডি আধিকারিকরা হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় হানা দেন।

ভোটের আগে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন মমতার

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর