ভারত সরকারের কাছে বাংলাদেশে হিন্দু নিপীড়ন রুখতে দ্রুত পদক্ষেপের দাবি আরএসএসের

ব্যুরো নিউজ,১ ডিসেম্বর:বাংলাদেশে হিন্দুদের ওপর অব্যাহত নির্যাতনের বিরুদ্ধে বিশ্বে জনমত তৈরির জন্য ভারত সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে আরএসএস।সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে যে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুরা, একের পর এক নিপীড়নের শিকার হচ্ছে। আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবলে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চলছে, বাড়িঘর লুট, অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটছে।এসব অত্যন্ত উদ্বেগজনক।

পঙ্কজ দত্তের প্রয়াণে শোকাবহ পরিস্থিতি, তৃণমূল নেতাদের শোকবার্তা

রাজনীতিতে নতুন মোড়


আরএসএসের দাবি, এসব ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং ভারত সরকারকে বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করার জন্য উদ্যোগী হতে হবে। সংগঠনের মতে, যদি বিশ্বজুড়ে জনমত তৈরি হয়, তবেই বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।এই পরিস্থিতির মধ্যে, বিজেপি পশ্চিমবঙ্গে হিন্দু ভোটের মেরুকরণের সুযোগ খুঁজছে বলে দাবি করছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ, বিজেপি বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ব্যবহার করে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ভারত সম্পর্ক নিয়ে মন্তব্য

তবে বিজেপি নেতৃত্ব তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। তাদের নিরাপত্তা চাওয়া হিন্দুত্বের অংশ।বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর