ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:ছয় বছর পর ঝাড়গ্রাম জেলায় আবারও বাঘের আতঙ্ক ফিরে এসেছে। ঝাড়খণ্ডের চাকুলিয়া এলাকার সীমানা সংলগ্ন ঝাড়গ্রামের জামবনি ব্লকের গ্রামগুলিতে আতঙ্ক দানা বেঁধেছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে ওড়িশার সিমলিপাল অভয়ারণ্য থেকে এক স্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার ঝাড়খণ্ডের চাকুলিয়া জঙ্গলে এসেছে। সেখান থেকে এটি ঝাড়গ্রামের দিকে অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।বন দফতরের আধিকারিকদের মতে জামবনি ব্লকের গিধনি এবং অন্যান্য এলাকাগুলির গ্রামবাসীরা আতঙ্কিত হলেও তাদের শান্ত থাকার বার্তা দেওয়া হয়েছে। ঝাড়গ্রামের ডিএফও উমর ইমামের নেতৃত্বে বনকর্মীরা ঝাড়খণ্ড সীমান্তে নজরদারি চালাচ্ছেন। ট্র্যাপ ক্যামেরা ও ড্রোন ব্যবহারের মাধ্যমে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রিয়দর্শনের পরিচালনায় আসছে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’
অতীতের অভিজ্ঞতা
২০১৮ সালের ফেব্রুয়ারিতে লালগড় থানা এলাকায় একটি বাঘের উপস্থিতি আতঙ্ক ছড়িয়েছিল। দুই মাস ধরে এটি বিভিন্ন জঙ্গলে ঘোরাফেরা করেছিল। ওই বাঘের আক্রমণে মানুষ আহত হওয়া থেকে শুরু করে গবাদি পশু মারা গেছে। শেষমেশ বাঘটি শিকারিদের হাতে মারা পড়ে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে বন দফতর এবার বিশেষ সতর্কতা নিচ্ছে।
ভারতের জলসীমায় বাংলাদেশি ট্রলার আটক, ৭৮ মৎস্যজীবী গ্রেফতার
বাঘটি বর্তমানে চাকুলিয়ার জঙ্গলে অবস্থান করছে। তবে ঝাড়গ্রামের দিকে অগ্রসর হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিন থেকে চারটি রেঞ্জের মধ্যে সমন্বয় রেখে নজরদারি চালানো হচ্ছে। ২৪ ঘণ্টা মনিটরিং চলছে। গ্রামবাসীদের আতঙ্কিত না হতে বলা হয়েছে এবং বাঘটির অবস্থান নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।