rohit-vs-gill-india-test-captaincy-england-tour-

ব্যুরো নিউজ ,৫ মে: ইংল্যান্ড সফরের আগে ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশ্নটা সরাসরি  রোহিত শর্মা নেতৃত্বে থাকবেন, নাকি ব্যাটার শুভমন গিল পাবেন অধিনায়কের ব্যাটন?

রোহিত-গিল, নাকি তৃতীয় কেউ

আইপিএল ২০২৫ যখন শেষ পর্যায়ে, তখনই আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ইংল্যান্ড সফরের জন্য নেতৃত্ব ঠিক করতে এখন চিন্তাভাবনায় ব্যস্ত।

IPL 2025:হার, তবু জয়ের টিপস! বুমরাহ শিখালেন তুষারকে চাপের সময় লড়াই করার কৌশল

শোনা যাচ্ছে, রোহিত শর্মা তাঁর টেস্ট নেতৃত্ব বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে বোর্ডের পক্ষ থেকে এখনও তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।অনেকে মনে করছেন, এই ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের সিরিজই হতে পারে রোহিতের নেতৃত্বের শেষ অধ্যায়। এই সিরিজ থেকেই টেস্ট দলে নেতৃত্ব বদলের সূচনা হতে পারে।

অস্ট্রেলিয়া সফরে রোহিতের পারফরম্যান্স হতাশাজনক ছিল। পাশাপাশি অবসরের গুঞ্জনও ভেসে এসেছে। তবুও রোহিত এখনও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করেননি।টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রোহিত শর্মা ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়কত্ব করতে চান। কিন্তু সেটা এখনও নিশ্চিত নয়।

এছাড়া, শুভমন গিলকেও বোর্ড সহ-অধিনায়কের ভূমিকায় দেখতে চাইছে বলে জানা যাচ্ছে।
গিল এর আগে টি-২০ ও ওয়ানডে দলে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।এদিকে, আরও এক সিনিয়র ক্রিকেটার নাকি সাময়িকভাবে নেতৃত্বের জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। তবে BCCI ও কোচেরা দীর্ঘমেয়াদি সমাধানেই জোর দিতে চাইছেন।প্রধান কোচ গৌতম গম্ভীরও চান না যে সাময়িক অধিনায়ক বেছে নেওয়া হোক। বরং তিনি চান এমন নেতা, যিনি ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দেবেন।

বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘‘নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চক্র শুরু হচ্ছে। তাই আমরা ধারাবাহিকতা ও ভবিষ্যৎ মাথায় রেখে সিদ্ধান্ত নিতে চাই। ইংল্যান্ড সিরিজ খুব গুরুত্বপূর্ণ। তাই এখানে কোনও অস্থায়ী সমাধান চলবে না।’’তবে শুভমন গিলের ক্ষেত্রেও চ্যালেঞ্জ কম নয়।তিনি টেস্টে চেতেশ্বর পূজারার ফাঁকা করা তিন নম্বর জায়গা দখল করলেও, ব্যাট হাতে ধারাবাহিক নন।

গিলের কেরিয়ারে এখনও পর্যন্ত ১৮৯৩ টেস্ট রান রয়েছে। কিন্তু বিদেশের মাটিতে এসেছে মাত্র ৬৪৯ রান।
এই পরিসংখ্যানেই বোঝা যায়, ইংল্যান্ড সফর গিলের জন্য বড় পরীক্ষা হতে চলেছে।শুধু ব্যাট হাতে নয়, নেতৃত্বের দাবিদার হিসেবেও গিলের সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে।বোর্ড চাইছে এমন ক্যাপ্টেন, যিনি শুধু পারফর্ম করবেন না, দলের ভিত গড়ে তুলবেন দীর্ঘ মেয়াদে।তাই প্রশ্নটা এখনও জিইয়ে আছে — রোহিত-গিল, নাকি তৃতীয় কেউ?
উত্তর মিলবে খুব শীঘ্রই, যখন BCCI অফিসিয়ালি নেতৃত্ব ঘোষণা করবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর