ব্যুরো নিউজ,১৪ জানুয়ারি:ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ফের মাঠে নামছেন অনুশীলনের জন্য। মুম্বই দলের ম্যানেজমেন্টকে তিনি জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার থেকেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন করবেন তিনি। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই নিজের ব্যাটিং টেকনিকের উন্নতির জন্য আলাদা অনুশীলন শুরু করেছেন রোহিত। যদিও তার আগে মুম্বইয়ের পরবর্তী রঞ্জি ম্যাচে তিনি খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। গত কয়েকদিনে রোহিতের পারফরম্যান্স ছিল কিছুটা হতাশাজনক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সাম্প্রতিক সিরিজে তাঁর রান ছিল ৩, ৯, ১০, ৩ এবং ৬, যার ফলে গড় ছিল মাত্র ১০.৯৩। সিডনি টেস্টের পর তিনি নিজেকে সরে নেন, যা থেকে বিভিন্ন জল্পনা শুরু হয়। কিছু দিনের জন্য যদি রঞ্জি ট্রফিতে না খেলেন, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁর আত্মবিশ্বাসের উপর প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছিল।
মকর সংক্রান্তিতে শীতের সুর গায়েব, জানুন পশ্চিমবঙ্গের আগামী কয়েক দিনের আবহাওয়া কেমন হবে
আলোচনা শুরু
২০১৫ সালে রোহিত শর্মা শেষবার রঞ্জি ট্রফিতে খেলেছিলেন। এরপর ঘরোয়া ক্রিকেট নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরও একাধিকবার ঘরোয়া ক্রিকেটের গুরুত্বের কথা বলেছেন। সিডনি টেস্টের পর তিনি বলেন, “আমি চাইব সবাই ডোমেস্টিক ক্রিকেট খেলুক। ঘরোয়া ক্রিকেটে প্রাপ্ত অভিজ্ঞতা অনেক কিছু শিখতে সাহায্য করে।” তার কথায়, লাল বলের ক্রিকেটে একাগ্রতা এবং দায়বদ্ধতা থাকা উচিত।এদিকে, রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। এই পর্বে নজর থাকবে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির উপর। ২০১২ সালে শেষবার দিল্লির হয়ে রঞ্জিতে খেলেছিলেন কোহলি, এবং বর্তমানে তিনি নিজের ফর্ম ফিরে পেতে মুখিয়ে আছেন। গত বছর বিসিসিআই জানিয়েছিল, সমস্ত চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, তবে পরে অনেক খেলোয়াড়কে ছাড় দেওয়া হয়েছিল।
ফসিলস ব্যান্ডের চন্দ্রমৌলি বিশ্বাসের অকাল মৃত্যুঃ অন্তরঙ্গ স্মৃতির পাতায় এক শিল্পী
পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির পরবর্তী ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে শুভমন গিলেরও। অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে তিনটি টেস্টে তার রান ছিল মাত্র ৩১, ২৮, ১, ২০ এবং ১৩, যার পর তাকে নিয়ে অনেক প্রশ্ন ওঠে। তাই, নিজের ফর্ম ফিরে পেতে গিল ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে চান এবং নির্বাচকদের মনোযোগ আকর্ষণ করতে চাইছেন।এখন দেখার বিষয় হল, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবং শুভমন গিলরা ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করে কিভাবে নিজেদের ফর্ম ফিরে পেতে পারেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নেন।