কেন হটাৎ রেগে গেলেন রোহিত শর্মা?

ব্যুরো নিউজ , ৬ ফেব্রুয়ারি :ভারতীয় একদিনের দলের ক্যাপ্টেন রোহিত শর্মা সম্প্রতি নিজের ফর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন শুনে রেগে গেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের আগে নাগপুরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে রোহিত কিছুটা বিরক্ত হয়ে গিয়েছিলেন।গত কয়েক মাসে রোহিত শর্মার ফর্ম নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং তার প্রিয় ফর্ম্যাটে ফিরে আসার বিষয়ে অনেক প্রশ্নও উঠেছে।

গজকেশরী যোগ ৬ ফেব্রুয়ারিঃ গুরু ও চন্দ্রের বিশেষ যোগে সাফল্য কোন কোন রাশির জানুন

এটা কী ধরনের প্রশ্ন?

এসব প্রশ্ন শুনে রোহিত শর্মা নিজেকে সামলাতে পারেননি। মেজাজ হারিয়ে তিনি বলেছিলেন, ‘এটা কী ধরনের প্রশ্ন? এটি একেবারে ভিন্ন ফরম্যাট এবং সময়। একজন ক্রিকেটার হিসেবে আমরা জানি যে উত্থান-পতন আসবেই, এবং আমার ক্যারিয়ারে বহুবার এমন পরিস্থিতি এসেছে, তাই এটা আমার জন্য নতুন কিছু নয়।’ তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা সিরিজ নতুন, এবং আমি এই সিরিজে ভালো শুরু করতে চাই।’রোহিত শর্মা এই সিরিজের দিকে তাকিয়ে থাকলেও অতীতের দিকে মনোনিবেশ করতে চাইছেন না। তিনি জানালেন, ‘আমি সামনে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হব, সেগুলো নিয়ে ভাবছি। অতীতে কী ঘটেছে, সেগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই।’

এটা ছিল রোহিত শর্মার স্বাভাবিক সাংবাদিক সম্মেলনের থেকে একেবারেই ভিন্ন এক প্রতিক্রিয়া। এমনকি, যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত মাত্র ৪৬ রানে অলআউট হয়েছিল, তখনও তিনি শান্তভাবে প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কিন্তু এই দিন তিনি ছিলেন বিরক্ত এবং রাগান্বিত।এছাড়া, যখন রোহিত শর্মাকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি সেটিকে ‘অপ্রাসঙ্গিক’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘এখানে বসে ভবিষ্যৎ নিয়ে কথা বলা কি ঠিক? সামনে তিনটি ওয়ানডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, যা আমার জন্য গুরুত্বপূর্ণ। এসব রিপোর্ট পরিষ্কার করতে আমি এখানে আসিনি। পরবর্তীতে কী হবে, তা পরে দেখা যাবে।’

শ্রেয়া ঘোষাল এবং শিলাদিত্য মুখোপাধ্যায়ের দশম বিবাহবার্ষিকীঃ একে অপরের প্রেমে আরও গভীরতা

হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে পরিকল্পনা সম্পর্কে প্রশ্নে আরও রেগে যান রোহিত শর্মা। তিনি বলেন, ‘আমরা কেন নেতিবাচক চিন্তা করছি? হার্দিক চোট পাবে, এটা হবে—এভাবে ভাবার কি দরকার? নিশ্চয়ই নির্বাচকদের কিছু পরিকল্পনা আছে, আমি সেটি এখানে প্রকাশ করতে পারব না।’ তিনি আরও জানান, ‘আমরা বিশ্বকাপে খেলার সময়ও হার্দিকের চোট ছিল, কিন্তু তবুও আমরা পুরো টুর্নামেন্ট খেলেছি।’ রোহিত শর্মা জানালেন, তারা এখন ভালো ক্রিকেট খেলছেন এবং কোনো কিছু খারাপ ঘটবে না, এমনটাই আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর