Ram Krishna Mission Main accused Arrest

ব্যুরো নিউজ, ২২ মে : শিলিগুড়িতে মধ্যরাতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা ঘটে। আর তা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনায় অভিযোগ, শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি এবং সম্পত্তি দখল করার চেষ্টা করছে জমি মাফিয়ারা। রবিবার গভীর রাতে শিলিগুড়ির সেবক রোডের পাশে শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের ‘সেবক হাউস’-এ হামলার ঘটনা ঘটে। ৩০-৪০ জন সশস্ত্র দুষ্কৃতীকে নিয়ে সেখানে ঢুকে পড়ে স্থানীয় এক জমি মাফিয়া। এমনকি এই অভিযোগও সামনে আসে যে, জমি মাফিয়ারা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের মারধর করেছে। নিরাপত্তারক্ষী এবং সেখানে বসবাসকারী আবাসিকদের খুনের হুমকিও দেওয়া হয়ছে। ঘটনায় আশ্রম কর্তৃপক্ষ ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই এই হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছেন পাঁচজনকে। আর এরপরি উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ওই অভিযুক্তরা কেজিএফ গ্যাং-এর সদস্য।

‘ওয়ারেন্ট দেখাচ্ছে না, মনে হচ্ছে জঙ্গি…’ শুভেন্দুর পর হিরণের আপ্তসহায়ক-র বাড়িতে পুলিশি হানা!

মধ্যরাতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হলেও, অধরা মূল অভিযুক্ত প্রদীপ রায়। এমনকি এও জানা গিয়েছে, এই হামলার সঙ্গে যুক্ত রয়েছে কেজিএফ গ্যাং। ‘কেজিএফ’- শুনলে ফিল্মি লাগলেও বিষয়টি তা নয়। এই কেজিএফ গ্যাং জমি দখল থেকে শুরু করে গুন্ডার জোগান দেয়। জানা গিয়েছে, শিলিগুড়ির জমি দখলের পেছনে  কেজিএফ গ্যাং-এর গুন্ডারা ছিল।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর