ব্যুরো নিউজ, ৯ নভেম্ববর :অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েক দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, কোনও উন্নতি হচ্ছে না।’ নন্দিতা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। নিয়মিত ডায়ালিসিস করাতে হচ্ছে। সম্প্রতি কিডনির সমস্যা বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টও শুরু হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই কঠিন সময়ে নায়িকার পাশে রয়েছেন তার স্বামী সঞ্জয় সেনগুপ্ত, ভাই এবং পরিবারের আরও নিকটজনেরা।
রাহুল-আথিয়ার সংসারে আসছে নতুন অতিথি, ২০২৫-এ হবে সন্তানের আগমন!
ভেন্টিলেশনে ঋতুপর্ণার মা নন্দিতা
কমেডির রাজ্যে ফিরছেন অক্ষয়! ‘ভাগম ভাগ ২’-এ পরেশ-গোবিন্দার সঙ্গে জমবে দারুণ মজা
এই কঠিন পরিস্থিতির মধ্যেও ঋতুপর্ণা নিজেকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছেন। ভেন্টিলেশনের কথা শুনলেই ভয় পান সকলে। তবে মায়ের লড়াই দেখে আশাবাদী অভিনেত্রী। সদ্য ৫৩ বছরে পা দেওয়া এই অভিনেত্রী এ বছর জন্মদিনে তেমন সেলিব্রেশন করতে পারেননি কারণ মন ভালো ছিল না। তবুও পেশাদারিত্ব বজায় রেখে ক্যামেরার সামনে হাসিমুখে দেখা দিয়েছেন। দর্শক সম্প্রতি তাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘অযোগ্য’ ছবিতে দেখেছেন। যেখানে শিলাজিতের সঙ্গে এক অন্যরকম সমীকরণ তুলে ধরেছেন ঋতুপর্ণা।
ক্লাবে নাচের আসরে পোশাক খোলার অশ্লীল দাবি, প্রতিবাদ করায় শিল্পীদের মারধরের অভিযোগ!
মায়ের সুস্থতা কামনায় ভক্ত ও অনুরাগীদের পাশে পেয়েছেন নায়িকা। কঠিন এই যুদ্ধে তার মা জয়ী হয়ে ফিরে আসবেন। এমনই আশা করছেন তিনি।