ব্যুরো নিউজ,২৪ ডিসেম্বর:টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তাঁর অভিনয় দক্ষতার কারণে তিনি প্রায়ই প্রশংসিত হন, তবে সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করেছেন, যা তাঁকে ভিলেন হিসেবে চিহ্নিত করেছে অনেকেই। ঋত্বিকের সাম্প্রতিক ফেসবুক পোস্টে দেব এবং তাঁর ভক্তদের নিয়ে যে মন্তব্য ছিল, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ‘সন্তান’ ছবির প্রচারের সময় একটি বিদ্রূপমূলক পোস্ট করেছিলেন। সেখানে তিনি সামাজিক মিডিয়া সমালোচকদের উদ্দেশ্যে লেখেন, “শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত।” দেব-ভক্তরা এই লাইনটি নিজের সাথে মিলিয়ে নিয়েছেন, কারণ দীর্ঘদিন ধরে তারা ‘শিরায় শিরায় গরম রক্ত, আমরা দেবদার চরম ভক্ত’ স্লোগান দিয়ে থাকেন। বেশ কিছু ভক্ত এবং দর্শক এই মন্তব্যের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁকে ‘হিংসায় জ্বলছেন’ বলে কটাক্ষ করেছেন।
২৫ ডিসেম্বর সূর্য-মঙ্গলের প্রতিযুতি যোগঃ কোন রাশির জন্য আসছে শুভ সময়? জানুন
ভুল সংশোধন
ঋত্বিকের পোস্টকে ঘিরে অনেকেই বলেছেন যে, তিনি দেবের সিনেমা ‘সন্তান’ এর বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। তবে ঋত্বিক নিজে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, “আমার পোস্টে কেউ দেবের নিন্দা, ‘খাদান’ সিনেমা নিয়ে কটাক্ষ বা হিংসা দেখতে পাচ্ছেন, তবে বাস্তবে সেইসব মন্তব্যগুলি ছিল নেটাগরিকদের কটাক্ষের প্রতি একটি প্রতিবাদ।” তিনি আরো বলেন, “ফেসবুক পোস্টের মাধ্যমে আমি সিনেমার ব্যবসা নিয়ে অবজ্ঞা এবং বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে মন্তব্য করছিলাম।” ঋত্বিক আরও যোগ করেছেন, “আমি কোনও বিশেষ ছবির বিরুদ্ধে কিছু বলিনি। আমি শুধু সেইসব মানুষদের বিরুদ্ধে মন্তব্য করেছি যারা নিজেদের অজ্ঞতা নিয়ে সিনেমার ব্যবসা নিয়ে মন্তব্য করেন।” তার কথায়, “এটা ঠিক নয় যে দর্শকরা শুধু একটি ছবি বা একটি অভিনেতাকে সমর্থন করতে হবে। আমাদের ইন্ডাস্ট্রির উন্নতি, ভাল ছবি ও ভালো অভিনয়ের জন্য সকলকে একত্রিত হতে হবে।” তবে এই পোস্টটি নিয়ে ঋত্বিক বেশ কিছু মন্তব্য মুছেও ফেলেছেন এবং বারবার তার পোস্টটি এডিট করেছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “এডিট করা মানে ভুল সংশোধন করা, যাতে আরও সঠিক এবং পরিষ্কারভাবে বলা যায়।” তবে কিছু মানুষ এই বিষয়টি বুঝতে পারছেন না।
সুরের কিংবদন্তি মোহাম্মদ রফির জন্মশতবার্ষিকীতে স্মৃতিচারণ
ঋত্বিক জানান, কিছু দর্শক “বাকিগুলো নিপাত যাক” মানসিকতা নিয়ে সিনেমা ব্যবসার প্রতিযোগিতা করে যাচ্ছেন, যা তিনি সঠিক মনে করেন না। তিনি এও বলেন, “এই ধরনের দর্শকদের দেখে মনে হচ্ছে, তারা এক ধরনের জঙ্গি দর্শক, যারা অন্যদের ছবির ক্ষতি করতে চান।” তবে ঋত্বিকের এই বক্তব্যের পরেও বিতর্ক থামছে না। সবার মধ্যে একে অপরের ছবি এবং অভিনয়কে নিয়ে এমন মন্তব্য কেন হচ্ছে, তা নিয়ে তিনি হতাশা প্রকাশ করেছেন। তাঁর মতে, এই ধরনের মানসিকতা টলিউডের বিকাশে বাধা সৃষ্টি করে।