ব্যুরো নিউজ, ২৫ এপ্রিল : নিজের বাসভবনে বৈশাখী উৎসবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সুনাক বলেন, সেই ১৬৯৯ সাল থেকে বৈশাখী উৎসব পালিত হচ্ছে। নগর কীর্তনের মাধ্যমে মানুষ এই উৎসবে একত্রিত হন। সেই মূল্যবোধের পরিচয় আমি বারবার পেয়েছি।’
অরুণাচলে ভয়াবহ ধস! ধসে বিচ্ছিন্ন ভারত-চিন সীমান্তের গুরুত্বপূর্ণ জেলা | দেখুন সেই ভিডিও
গত ১৭ এপ্রিল ১০ ডাউনিং স্ট্রিটে বৈশাখী উৎসব পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১৪০ জন আমন্ত্রিত। এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলকে তিনি অভ্যর্থনা জানান।
একইসঙ্গে কথা বলতে বলতে যথেষ্ট আবেগপূর্ণ হয়ে পড়েন। এদিন তিনি তার দেশ, গ্রাম, পরিবারের কথাও বলেন। তিনি বলেন তার পরিবারের সকলেই পাঞ্জাবী। ঠাকুমা- দাদু, পিতামহ সকলেই ছিলেন পাঞ্জাবের। এছাড়াও পাঞ্জাবের লঙ্গরখানার কথাও তিনি বলেন, সকলকে খাদ্য পরিবেশন একটি সুমহান ঐতিহ্য বহন করে।
কীভাবে বাংলাদেশে ‘পাচার’ হচ্ছে ‘সবুজ সাথী’র সাইকেল?
আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলার রীনা রেঞ্জার ওবিই, মনীশ তিওয়ারি, যশবীর সিং সিবিই, পরম সিং, রঞ্জীত বক্সী, অমরজিৎ সিং ভামরা প্রমুখ। এদিনের বৈশাখী অনুষ্ঠানে ছিল শিখদের ঐতিহ্যবাহী সঙ্গীত। ‘ওয়াহে গুরুজি কা খালসা, ওয়াহে গুরুজি কা ফতে’ এই গানটি সমবেত কণ্ঠে শোনা যায়।