Rishabh Pant is the captain of Delhi Capitals

ব্যুরো নিউজ, 20 মার্চ, পুস্পিতা বড়াল: ঋষভ পন্থকে বিসিসিআই ফিট ঘোষণা করেছে। ফিট সার্টিফিকেট দিয়েছে এনসিএ-ও। আইপিএলে ঋষভ পন্থকে তাও পুরোদমে পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে সংশয় তো ছিলই। এবার দিল্লি ক্যাপিটালস সেই সংশয় দূর করে দিল। এবার অধিনায়ক হিসাবে দেখা যাবে ঋষভ পন্থকে। তা স্পষ্ট জানিয়ে দিল সৌরভের দল।

তারকা উইকেটকিপার-ব্যাটার গাড়ি দুর্ঘটনার পরে সুস্থ হয়ে এই প্রথমবার প্রথম সারির টুর্নামেন্টে নামছেন

ঋষভ পন্থ প্রায় দুবছর পরে ফের খেলতে নামছেন লাল-নীল জার্সিতে। ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে সেরে উঠে দলকে নেতৃত্ব দিতে তৈরি তিনি। তাঁকে এনসিএ ফিট সার্টিফিকেট দিয়েছে দিন কয়েক আগেই। তবে কোনও কোনও মহল থেকে গুজব শোনা যাচ্ছিল, পন্থ হয়তো এবার ব্যাটিং করলেও পারবেন না উইকেট কিপিং করতে। আবার অনেকের মুখে শোনা গিয়েছে, তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে পারেন। কিন্তু দিল্লি ক্যাপিটালস সব জল্পনায় ইতি টানল পন্থকে অধিনায়ক ঘোষণা করে।

ভারতে 1 এপ্রিল লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE 4! কী কী ফিচারস পাবেন এই হ্যান্ডসেটে?

ফের বিপাকে রামদেব, পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টের তলব যোগগুরুকে

এই প্রসঙ্গে দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দল বললেন, “পন্থকে অধিনায়ক হিসাবে আবার স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। পন্থ নির্ভীক ক্রিকেটের প্রতীক। ওকে দলের সঙ্গে মাঠে নামতে দেখার জন্য আমি অপেক্ষা করতে পারছি না।” পন্থ ব্যাট হাতে একাই পালটে দিতে পারেন যেকোনও ম্যাচের রং।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর