ব্যুরো নিউজ,১৯ নভেম্বর:বাগুইআটির রাস্তায় কুড়িয়ে পাওয়া ১৫ লক্ষ টাকার চেক ফেরত দিয়ে সততার অনন্য নজির গড়লেন নুর আলি নামে এক রিকশাচালক। চিনার পার্ক এলাকায় রাস্তায় পড়ে থাকা চারটি চেক কুড়িয়ে তিনি তা পুলিশের হাতে তুলে দেন। এমন কাজের জন্য তার প্রশংসায় পঞ্চমুখ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
ফ্লোরিডা থেকে ইসরোর জিস্যাট-এন২ উপগ্রহ উৎক্ষেপণঃ ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা
পুলিশকে ফেরালেন লক্ষ টাকার চেক
হাসপাতালের গাফিলতিতে মর্মান্তিক ঘটনা কুকুরের মুখে অপরিণত শিশু
জানা গেছে, ৪০ বছর বয়সী নুর আলি জোড়ামন্দির এলাকায় রিকশা চালিয়ে সংসার চালান। দিনটি ছিল তার জীবনের আর দশটি দিনের মতোই সাধারণ। রাস্তায় পড়ে থাকা চেকগুলো কুড়িয়ে তিনি দেখতে পান, তাতে মোট টাকার অঙ্ক ১৫ লক্ষ। চেকগুলো নিয়ে তিনি সরাসরি স্থানীয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় পৌঁছান।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশের নজরে আনে। পরে নুর আলি পুলিশকে চেকগুলো হস্তান্তর করেন। পুলিশের তদন্তে জানা যায়, চেকগুলোর মালিক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পূর্বাচল শাখার একজন গ্রাহক। প্রমাণ যাচাইয়ের পর পুলিশ সেই ব্যক্তিকে চেকগুলো ফিরিয়ে দেয়।
সাইবার হামলায় ত্রিপুরার ব্যাঙ্কে তথ্যচুরি, সূত্র মিলল কলকাতায়
নুর আলির আর্থিক অবস্থা ভালো নয়। রিকশা চালিয়ে যা আয় করেন, তা দিয়েই কোনওমতে স্ত্রী ও দুই সন্তানের সংসার চালান। তবুও এত বড় অঙ্কের চেক পেয়েও তার মন কোন প্রলোভনে পড়েনি। এলাকাবাসীর মতে, নুর একজন সৎ এবং দয়ালু মানুষ হিসেবে পরিচিত।