rg kar case photo

ব্যুরো নিউজ,১৪ আগস্ট:’রাত দখলের ডাক’ আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মহিলাদের এই রাতে পথ দখলের আন্দোলন মূলত কোনো রাজনীতির রং ছাড়া বলেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। কিন্তু বাংলা তো রাজনীতির বাইরে নয়। তাই মহিলাদের এই আন্দোলনকে কেন্দ্র করেও রাজনীতির ছোঁয়া লাগতে শুরু করেছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন মহিলারা রাতে পথ দখলের ডাক দিয়েছেন, তখন বামদল সিপিআইএমের যুব সংগঠনের পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে।

RG Kar Case:”রাত দখলে মহিলারা”কে বা কারা প্রথম এই ডাক দিলো?নেপথ্যে কোন ইতিহাস?

পক্ষে-বিপক্ষে কী বক্তব্য?

RG Kar update: গোটা রাজ্যজুড়ে আজ মধ্যরাতে মহিলা জমায়েতের ডাক।

আর তারপরেই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আক্রমণে তৃণমূল। একদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন। অপরদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য মহিলাদের এই রাতে পথে নামার আন্দোলন নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করছেন। তৃণমূল নেতা কুণাল লিখেছেন, ‘যাদের জমানায় বহু ধর্ষণ, খুন হয়েছে, সেই সিপিএম- বিজেপির বকলমা ইভেন্টে যাবেন না। যাদবপুরে কিছুদিন আগেই ছাত্রের মৃত্যু, কোথায় ছিল বামেরা? সিসিটিভি লাগানোর বিরুদ্ধে আন্দোলন, বামেরা কি করেছিল? আরজিকর বিচ্ছিন্ন ঘটনা। আমরা সবাই সরব। রাম-বাম অরাজনীতির মোড়কে রাজনীতি করছে। সেলফি তুলতে যাবেন না।’

RG Kar বেকায়দায় তৃণমূল!দলের অন্দরেই উঠছে প্রতিবাদের ঝড়

তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য আবার লিখেছেন, ‘মহিলাদের রাতের দখল নিয়ে শুভেচ্ছা রইল। তবে খেয়াল রাখবেন, রাত দখলের প্রতিবাদের আগুন অন্যের রাজনৈতিক রুটি সেকার জায়গা না হয়ে ওঠে। লাল হায়নারা হাইজ্যাক করার অপেক্ষায় বসে আছে।’ তৃণমূল নেতা কুণাল আবার লিখছেন, ‘আরজিকর প্রতিবাদ সবাই করছি। বাম- রাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে। তাতে আপনারা সামিল হবেন না। ওরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে।’

RG kar কান্ডে ধৃত সঞ্জয়কে হেফাজতে নিলো সিবিআই, নিয়ে যাওয়া হলো সিজিও কমপ্লেক্সে
আর যাই হোক, আরজিকর কাণ্ডে প্রতিবাদে এখন চর্চায়.. মেয়েদের রাত দখলের ডাক।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর