ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর : আরজি কর হাসপাতালে আবারও উত্তেজনার পরিস্থিতি। বৃহস্পতিবার রাত থেকে মর্গের মধ্যে তিন ডোমের ঝগড়া এবং হাতাহাতি ঘিরে তুলকালাম ঘটে। অভিযোগ ডোমরা তখন মত্ত অবস্থায় ছিলেন। এই ঘটনায় শুক্রবার সকাল থেকে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে মর্গ যার ফলে ভোগান্তির মুখে পড়েন ময়নাতদন্তের জন্য অপেক্ষমাণ বহু মানুষ।
আইপিএল ২০২৫ঃ নিলামের সময়সূচি পরিবর্তন, ঘোষিত হলো আগামী তিন বছরের সূচি
ক্ষতিগ্রস্ত হয় কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম
বৃহস্পতিবার রাতে মর্গে কাজের সময় তিন ডোমের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা শুরু হয়। কথা কাটাকাটি থেকে তা রূপ নেয় হাতাহাতিতে। উত্তেজিত পরিস্থিতিতে ভাঙচুর চালানো হয় মর্গের ডিপার্টমেন্টে। ক্ষতিগ্রস্ত হয় কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে টালা থানায় অভিযোগ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।ঘটনার খবর পেয়ে টালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এর পর মর্গ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। তবে মর্গ বন্ধ থাকায় ময়নাতদন্তের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় অনেক মানুষকে।
এ ধরনের ঘটনা বারবার হাসপাতালের কার্যকারিতা ও সুনামকে ক্ষতিগ্রস্ত করছে। রোগী এবং তাদের পরিবারের ভোগান্তি কমাতে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি তুলেছেন সংশ্লিষ্টরা।আরজি করের মতো গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে এরকম বিশৃঙ্খলা চূড়ান্ত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রশাসনিক কঠোরতা এবং কর্মী ব্যবস্থাপনার উন্নতিই এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে।