সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন, জেল থেকে বেরিয়ে চিৎকার অভিযোগ

ব্যুরো নিউজ,৫ নভেম্বর:কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সঞ্জয় রায়ের বিরুদ্ধে সোমবার শিয়ালদা আদালতে চার্জ গঠন করা হয়েছে। এই মামলায় খুন ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে। চার্জ গঠনের পর, সঞ্জয় রায় প্রথমবারের মতো জেল থেকে বেরিয়ে প্রিজন ভ্যানের জানলা দিয়ে চিৎকার করতে শুরু করেন। তিনি দাবি করেন, ‘আমি খুন ও ধর্ষণ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে।’

আরজি কর হাসপাতালের দুর্নীতিতে বিপ্লব সিংয়ের নামঃ জামিনের শুনানিতে নতুন দাবি

সিবিআই তদন্তের উপর সবার নজর

সঞ্জয়ের এই বিস্ফোরক মন্তব্যের পর, আদালত থেকে ফেরার পথে প্রিজন ভ্যানে তিনি আরও বলেন, ‘আমার কথা শোনেনি। এতদিন চুপচাপ ছিলাম, কিন্তু এখন আর চুপ থাকতে পারছি না। আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে। আমি রেপ ও মার্ডার করিনি। সরকার আমাকে ফাঁসাচ্ছে।’ সঞ্জয়ের এসব অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।প্রথম চার্জশিটে তার বিরুদ্ধে খুন ও ধর্ষণের অভিযোগ তুলে ধরা হলেও, সঞ্জয়ের দাবি, তার বিরুদ্ধে দেওয়া সব অভিযোগ মিথ্যা। তিনি আরও বলেন, ‘আমাকে ভয় দেখিয়ে এই কাজ করা হচ্ছে। আমাকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে ভয় দেখানো হয়েছে।’ এর পাশাপাশি তিনি আরও দাবি করেন, ‘আমি পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে।’

কেন্দ্রীয় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগঃ রাজ্য বিজেপির দাবি, ইডি তদন্ত হোক

এদিন শিয়ালদা আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন করার পর আদালত জানিয়েছে, ১১ নভেম্বর থেকে রোজ শুনানি হবে এই মামলায়। সঞ্জয়ের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগগুলো সিবিআইয়ের তদন্তে বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে।গত ৯ অগাস্ট গভীর রাতে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়ানের ব্যারাক থেকে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। তিনি আরজি কর মেডিক্যালে আসা রোগীদের সাহায্য করার দায়িত্বে ছিলেন। কিন্তু, তরুণী চিকিৎসকের উপর নির্যাতন ও হত্যার অভিযোগে তার নাম জড়ানোর পর থেকেই মামলাটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।এখন সিবিআই তদন্তের উপর সবার নজর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর