কেন্দ্রীয় সরকারের কর্মীদের অবসরের বয়স

ব্যুরো নিউজ,২০ নভেম্বর:সরকারি কর্মীদের অবসরের বয়স নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মীদের অবসরের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করা হয়েছে। এই গুজব ছড়িয়ে পড়তেই কর্মীদের মধ্যে চাঞ্চল্য শুরু হয়েছে। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

৩০ দিন ভেন্টিলেশনে , চিকিৎসার চমকে নতুন জীবন পেল ৫ বছরের শিশু

পিআইবি জানালেন ভাইরাল খবরটি মিথ্যা

উত্তর ব্যারাকপুরে ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যুঃ সুইসাইড নোটের সূত্রে গ্রেফতার এক মহিলা

প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই দাবির সত্যতা নাকচ করে দিয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বা এই বিষয়ে কোনও প্রস্তাবও বিবেচনাধীন নেই। ২০২৩ সালের লোকসভা অধিবেশনে কেন্দ্রীয় সরকার স্পষ্ট করেই জানিয়েছিল যে, সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ বছরই থাকবে এবং তা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

মুর্শিদাবাদে ইন্টারনেট বন্ধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ

এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠক বা সপ্তম পে কমিশনেও অবসরের বয়স বাড়ানোর বিষয়ে কোনও আলোচনা হয়নি। পিআইবি আরও জানিয়েছে, কিছু ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। এই ধরনের গুজব সম্পর্কে সতর্ক থাকার এবং শুধুমাত্র সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে পিআইবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর