বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী অঞ্জনা রহমান প্রয়াত

ব্যুরো নিউজ, ৪ জানুয়ারি :বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী অঞ্জনা রহমান। অবশেষে, ৪ জানুয়ারি মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মাত্র ৫৮ বছর বয়সে থামল তার জীবনযাত্রা। বহুদিন ধরে অসুস্থ থাকার পর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মাস্টারদার নাম ভুলে পুষ্পারাজঃ শিক্ষাব্যবস্থার এ কোন চিত্র রাজ্যে?

চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শোকাতুর


অঞ্জনা রহমান ছিলেন বাংলাদেশের সিনেমার এক সময়ের পরিচিত মুখ। তিনি প্রায় ৩০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন এবং তিনি তার অভিনয়ের জন্য বহু বার পুরস্কৃত হয়েছেন। বিশেষ করে “পরিণীতা” ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন। পাশাপাশি, তিনি একজন নৃত্যশিল্পীও ছিলেন। ১৯৭৬ সালে ‘সেতু’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। এরপর দস্যু বনহুর, অশিক্ষিত, চোখের মণি, অভিযান, রাজার রাজা, নাগিনা, জিঞ্জির ইত্যাদি ছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।তার মৃত্যুতে একদিকে তার পরিবার, আরেকদিকে পুরো বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শোকাতুর। বর্তমানে তার দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।

২০২৫ সালে শনির সঙ্গে রাহুর সংযোগঃ তিনটি রাশির জন্য শুভ সময় আসতে চলেছে, জানুন কোন তিন রাশি

অঞ্জনা রহমান প্রায় ৩ সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। প্রথমে জ্বর, কাঁপুনি সহ নানা উপসর্গ দেখা দিয়েছিল। পরে চিকিৎসকদের জানানোর পর রক্তে সংক্রমণ ধরা পড়ে। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও, অবস্থার অবনতি হলে তাকে ১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়। সেখানে দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।এদিন তার মৃত্যু সংবাদটি জানিয়ে, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, তার জানাজা শনিবার ঢাকার এফডিসিতে অনুষ্ঠিত হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর