ব্যুরো নিউজ, ১৭ ফেব্রুয়ারি: শনিবার দুপুরে উল্টে গেল মালগাড়ির বগি। জানা যায়, দুপুর সাড়ে ১২টা নাগাদ দিল্লির জাখিরা ফ্লাইওভারের কাছে দুর্ঘটনাটি ঘটে। মালগাড়িতে লোহার শিট নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার জেরে লাইনচ্যুত হয়ে পড়ে কমপক্ষে ৮টি ওয়াগন। ওয়াগানে থাকা লোহার শিটগুলিও ছড়িয়ে পড়ে।
চাপা পড়ে প্রাণহানির আশঙ্কা
দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের গেটের বাইরে ঘটলো অঘটন, আহত ৮
ঘটনায় মালগাড়ির নীচে কয়েকজনের চাপা পড়ে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে। বস্তির পাশেই রেললাইন। আর রেললাইনের ধারে উপস্থিত ছিলেন ওই বস্তির অনেকেই। মালগাড়িটি উল্টে যাওয়ায় কয়েকজন ওয়াগানের নীচে চাপা পড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনা্র জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধারকাজ।
Goods Train Derails in Delhi!
8 wagons of goods train derails at Patel Nagar-Dayabasti section in Delhi area. Incident occurred near Zakhira flyover. Iron sheet rolls were loaded in the Goods train
Few people feared buried, rescue teams have rushed to spot pic.twitter.com/6abvTYZV2w
— Nabila Jamal (@nabilajamal_) February 17, 2024
যেহেতু বস্তির পাশেই রেললাইন। আর রেললাইনের ধারে উপস্থিত ছিলেন স্থানীয় অনেকেই। তাই মালগাড়িটি উল্টে যাওয়ায় কয়েকজন ওয়াগানের নীচে চাপা পড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে কীভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, মালগাড়িটি কীভাবে উল্টে গেল, তা এখনও জানা সম্ভব হয়নি।