Rekha Sharma, Chairperson of the National Commission for Women in Sandeshkhali

ব্যুরো নিউজ, ১৯ ফেব্রুয়ারি: গত এক মাস ধরে খবরের শিরোনামে একাধিকবার উঠে এসেছে সন্দেশখালির নাম। রাজ্যের শাসক দলের প্রভাবশালী নেতা শিবু হাজরা, উত্তম সর্দার ও সর্বোপরি সন্দেশখালির সম্রাট শেখ শাহজাহানের বিরুদ্ধে উঠে এসেছে একাধিক অভিযোগ, বছরের পর বছর ধরে অন্যায় ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে তারা। রাতের পর রাত ধরে সেখানকার মহিলাদের ওপর অত্যাচার, মারধোর ও যৌন হেনস্থার অভিযোগে ঝাঁটা- লাঠি হাতে প্রতিবাদে রাস্তায় নেমেছে মহিলারা। শুধু তাই নয়। এলাকায় বিশৃঙ্খলা রুখতে ১৪৪ ধারার ‘অপব্যবহার’, নেতা- সাংসদ, কেন্দ্রীয় দলকে একালায় ঢুকতে না দেওয়ার জেরে বচসা, ধস্তাধস্তি, পুলিশের অতি সক্রিয়তার ঘটনা নতুন নয়।

প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন রেখা শর্মা

গত শনিবার সন্দেশখালিতে পৌঁছেছিল রাজ্য নারী ও শিশু সুরক্ষা কমিশন। এলাকার মহিলাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পরিদর্শন করেন তারা। এরপরই  আজ সন্দেশখালি যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। জানা গিয়েছে এবিষয়ে রাজ্যপালের সি ভি আনন্দ বোসের সঙ্গেও কথা বলবেন তিনি।

আজ শীর্ষ আদালতে সন্দেশখালি মামলার শুনানি

আজ সকালেই কলকাতা বিমান বন্দরে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। এরপর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বলেন, পুলিশ কেন অভিযুক্তকে ধরতে পারছে না। পুলিশ কি শুধুই আক্রান্তদের পরিবারের লোকজনকে হেনস্থা করার জন্য রয়েছে? এখনও কেন শাহজাহানকে গ্রেফতার করা হয়নি তা নিয়েও প্রশ্ন তলেন তিন।

Advertisement of Hill 2 Ocean

এদিন তিনি জানান, সন্দেশখালিতে সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলার জন্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা- সহ মোট তিন জন সেখানে যাচ্ছেন। সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন তিনি। প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলবেন বলে জানান।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর