ব্যুরো নিউজ,১৮ জানুয়ারি:কলকাতায় সুখবর। এবার শহরে অফিস খুলল ব্রিটেন ভিত্তিক আইটি সংস্থা RedoQ গ্রুপ। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আগামী দুই বছরে প্রায় ১৫০০ মিলিয়ন টাকা বিনিয়োগ করতে চলেছে। এই খবরটি সম্প্রতি প্রকাশিত একটি বিজনেস ইকোনমি প্রতিবেদনে জানা গেছে। বর্তমানে তাদের বার্ষিক টার্নওভার প্রায় ৫০০ কোটি টাকা, এবং নতুন অফিসের উদ্বোধন উপলক্ষে এই তথ্য সামনে এসেছে।
বিসিসিআই-এর কড়া নির্দেশিকা: ঘরোয়া ক্রিকেটে না খেললে, আইপিএলে নির্বাসন!
১০০০ মিলিয়ন টাকা বিনিয়োগ
বৃহস্পতিবার রাজ্যের তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যানড্রিউ ফ্লেমিং যৌথভাবে এই অফিসের উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে তারা পরস্পর আলোচনা করেন এবং উভয় দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করার কথা জানান। এই কোম্পানি ২০১০ সালে ব্রিটেনে পথ চলা শুরু করেছিল এবং বর্তমানে সাতটি দেশে তাদের শাখা রয়েছে। তাদের প্রধান ফোকাস ক্ষেত্র হচ্ছে ফিনটেক, ফার্মাসিউটিক্যাল, খাদ্য ও পানীয়, ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিং। ২০২৪ সালে কোম্পানির মোট টার্নওভার ছিল ৫০০ কোটি টাকা।পরবর্তী বছরগুলিতে তারা অন্তত ৫০০ মিলিয়ন টাকা বিনিয়োগ করতে চলেছে এবং ২০২৫ সালের মধ্যে ১০০০ মিলিয়ন টাকা বিনিয়োগের লক্ষ্য তাদের রয়েছে।
দলছুট হাতি আতঙ্ক: কাঁকসায় ঢুকে পড়ল জোড়া হাতি, সতর্ক বনদফতর
কোম্পানির এই বিনিয়োগের ফলে বেশ কিছু নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, বিশেষত কলকাতায় তাদের অফিস খোলায় অনেক কর্মী নিয়োগের সম্ভাবনা দেখা যাচ্ছে।এছাড়া, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যানড্রিউ ফ্লেমিং এবং মন্ত্রী বাবুল সুপ্রিয় এই অনুষ্ঠানে জানান, দুটি দেশ মিলে কোম্পানি ইতোমধ্যেই প্রায় ৬০০,০০০ চাকরি তৈরি করেছে। কলকাতায় এই নতুন অফিসের মাধ্যমে ভারতের তথ্য প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

















