rbi-governor-shaktikanta-das-gold-reserves-increase

ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর :২০১৮ সালের ১২ ডিসেম্বর শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন। তখন ভারতের বৈদেশিক মুদ্রার ভাঁড়ারে ছিল ২১১৫ কোটি মার্কিন ডলারের সোনা। এখন, ছয় বছর পর, ভারতে সোনার ভাঁড়ার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আরবিআই-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ৪ অক্টোবর ভারতের বৈদেশিক মুদ্রার ভাঁড়ারে সোনার পরিমাণ ৬৫৭৫.৬ কোটি মার্কিন ডলার। শক্তিকান্ত দাসের আমলে সোনার পরিমাণ বেড়েছে ২১১ শতাংশ।

শক্তিশালী ভারতের স্বপ্নে এয়ারটেলের গুরুত্বপূর্ণ ভূমিকা সুনীল মিত্তল

বৈদেশিক মুদ্রার ভাঁড়ার বাড়ছে

মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল- কোন দলের সমর্থক বলিউডের মহানায়ক অমিতাভ

শক্তিকান্ত দাসের নেতৃত্বে শুধুমাত্র সোনা নয়, বৈদেশিক মুদ্রার ভাঁড়ারও ৭৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৪ অক্টোবর ভারতের মোট বৈদেশিক মুদ্রার ভাঁড়ার দাঁড়িয়েছে ৭০১১৭.৬ কোটি ডলার। যা ২০১৮ সালের ৭ ডিসেম্বরের ৩৯৩৭৩.৫ কোটি ডলারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

দু’চাকা গাড়ির চাহিদায় নতুন রেকর্ড চলতি অর্থবর্ষে

বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পরিস্থিতিতে, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনা মজুত করার দিকে ঝুঁকছে। মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে আরবিআই ২৭.৪৭ টন সোনা যোগ করেছে। এক বছর আগে ভারতের বৈদেশিক মুদ্রার ভাঁড়ারে সোনার পরিমাণ ছিল ৭৯৪.৬৩ টন। যা এখন বেড়ে ৮২২.১০ টনে পৌঁছেছে।

শিয়ালদহ ইএসআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

এছাড়া, আরবিআইয়ের কাছে জারি করা নোটগুলোর ব্যাকআপ হিসেবে ৩০৯.০৩ টন সোনা রয়েছে। বিদেশে থাকা সোনা-সহ ব্যাংকিং বিভাগের সম্পদ হিসেবে ৫১৪.০৭ টন সোনা রয়েছে। শক্তিকান্ত দাসের নেতৃত্বে ভারতের সোনার ভাঁড়ার বৃদ্ধি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর