ব্যুরো নিউজ ৭ নভেম্বর : উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে রেশন চাল বিতরণকে কেন্দ্র করে ভয়াবহ ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ভেন্ডাবাড়ি এলাকায় রেশন ডিলার কমল দাসকে মারধর করে হত্যা করেছে প্রতিবেশী এক গ্রাহক এবং তার ছেলে। এই ঘটনার পর গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
এক ট্রেনে ১০ দিন, ১১ রাত! কলকাতা থেকে দেবভূমি উত্তরাখণ্ড ঘোরার সুবর্ণ সুযোগ
বাড়ির প্রতিবেশি মূল অভিযুক্ত
কমল দাস (৫৪) নামে এই রেশন ডিলার বুধবার সকালে ছটপুজোর জন্য দূরের গ্রাহকদের জন্য চাল সরবরাহ করে দুপুরে বাড়ি ফেরেন। বাড়ি ফিরতেই প্রতিবেশী চন্দনা সিংহ ও তার ছেলে করণ সিংহ তাকে চাল দেওয়ার জন্য চাপ দেন। প্রথমে বচসা হলেও তা দ্রুত হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, মা-ছেলে মিলে কমলকে বুকে ও পেটে মারতে শুরু করেন। কাছেই লরি থেকে চাল নামাচ্ছিলেন শ্রমিকরা। তেরা এসে থামানোর চেষ্টা করলেও মা-ছেলের মার থামেনি। মারধরে অজ্ঞান হয়ে পড়েন কমল।
জগদ্ধাত্রী পুজোয় রচনা কী প্রার্থনা করলেন ছেলের জন্য?
চিৎকার শুনে কমলের পরিবারের সদস্যরা ছুটে আসেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। মৃতের স্ত্রী রমা দাস জানান, “আমি ছাদে দাঁড়িয়ে দেখেছি, তারা চাল চাইছিল। আমার স্বামী সবে বাড়ি ফিরেছিল। সে বিশ্রামের পর চাল দেওয়ার কথা বলেছিল, কিন্তু তারা কথা না শুনে মেরে ফেলে।”