ed photo

ব্যুরো নিউজ,২আগস্ট:রেশন দুর্নীতিতে ইডির তদন্তের এবার নয়া মোর। ১৮ ঘণ্টা জেরার পর গ্রেপ্তার হলো তাবর দুই তৃণমূল নেতা।রেশন দুর্নীতি মামলায় ঠিক এর আগেই ইডি হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিষপ্রিয় মল্লিক ওরফে বালু। এইবার রেশন দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার করা হলো দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নুর কে। গতকাল সকালে সিজিও কমপ্লেক্স ইডি দফতের হাজিরা দিয়েছিলেন দুজনই।তাদের সঙ্গে করে কিছু নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছিল। শুক্রবার হাইকোর্টে হাজির করা হবে তাদের।

ঘাটাল কেন্দ্রে ভোটে খুল্লমখুল্লা ছাপ্পা, সন্ত্রাস, হিরনের মামলায় হাইকোর্টের নির্দেশে চাপে তৃণমূল

তদন্তের পরতে পরতে রহস্য

বন্দুকের ভরপুর জোগান বাংলায়,আড্ডার মাঝেই চললো গুলি, তদন্তে পুলিশ

মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। উত্তর ২৪ পরগনার বেশকিছু চালকলে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে ছিল দেগঙ্গার আলিফের বাড়ি এবং তার চালকল। এর পাশাপাশি রাজাহাটের বারিকের ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রায় ৯ ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। এরপর প্রায় কুড়ি লক্ষ টাকা পাওয়া যায় তার ফ্ল্যাট থেকে। ইডি আধিকারিকরা শুধুমাত্র বারিকের ফ্লাটে না তার চালকলেও তল্লাশি চালায়। অন্যদিকে দেগঙ্গায় ইডির অন্য দলটি পৌঁছে যায়। বাকিবুরের আত্মীয় আলিফের বাড়ি এবং সালফারের তল্লাশি চালায় ইডি। তার বাড়িতে প্রায় ২১ ঘন্টা তল্লাশি চালানোর পর দুটি মোবাইল ফোন এবং বেশ কিছু নতিপত্র আর প্রায় ১৩ লক্ষ টাকা উদ্ধার করে ইডি আধিকারিকরা। এর পরেই রহমান এবং বারিক এই দুইজনকে সিজি ও কমপ্লেক্সে তলব করা হয়। আনিসুল এবং তার ভাই আলিফ এই তলবেই হাজিরা দিতে গিয়েছিলেন। সেই দিনই গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।এই দুজনের পর এবার কি মাথার দিকে পৌঁচবে সেদিকেই তাকিয়ে আছে বাংলা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর