ব্যুরো নিউজ ২৮ অক্টোবর : অশোকনগরের রীতা দাস, বয়স ১৬, গত দশ বছর ধরে নিজের মাথার চুল ছিঁড়ে খাওয়ার অদ্ভুত এক বদভ্যাসে অভ্যস্ত। এমন সমস্যার কথা সচরাচর শোনা যায় না। তার বন্ধুরা যখন এই অভ্যাসের কথা জানতে পারে, এক এক করে দূরে সরে যায়।
দুর্দান্ত সাফল্যের পথে বহুরূপী! ১০ কোটি পেরিয়ে দীপাবলির আগে কি ছুঁবে ১২ কোটি?
ডাক্তাররা চমকে যান,
দিন কয়েক আগে তার পেট ফুলতে শুরু করে, বারবার বমি এবং খাওয়ার প্রতি অনীহা তৈরি হলে রীতার বাবা-মা তাকে নিয়ে আর জি কর মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রো বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক ওষুধ দেওয়া হলেও উপসর্গ কমেনি বরং বেড়েছে।পরবর্তীতে ডাক্তাররা এন্ডোস্কোপি করালে চমকে যান, কারণ রীতার পাকস্থলীতে শক্ত হয়ে দলা পাকানো চুলের গোছা দেখা যায়। জানা যায়, রীতা গত দশ বছর ধরে নিজের অজান্তেই মাথার চুল ছিঁড়ে খেয়ে আসছে। এমন রোগকে বলা হয় ট্রাইকোবেজোয়ার, যেখানে রোগী নিজের চুল ছিঁড়ে খায়, যা হজম না হয়ে পাকস্থলীতে জমা হয় এবং সেখানে পেটের রসের সাথে মিশে বিশাল আকার ধারণ করে।
ঘূর্নিঝড় ‘ডানা’র কলকাতায় সবজির দাম আকাশছোঁয়া
গত মঙ্গলবার ছয়জন চিকিৎসক দেড় ঘণ্টার একটি অপারেশনে রীতার পেট থেকে প্রায় ১.৭ কেজি ওজনের জমে থাকা চুল বের করেন। অপারেশনের পর রীতা সুস্থ আছে, এবং চিকিৎসকরাও এই জটিল ও বিরল অপারেশনের সফল সমাপ্তিতে স্বস্তি পেয়েছেন।