পৃথিবী সাক্ষী হতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনার

ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি:বিজ্ঞানীরা ঘোষণা করেছেন যে, পৃথিবী আবারও এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে। এই ঘটনার বিশেষত্ব হল, সৌরমণ্ডলের সমস্ত গ্রহ এবার একসাথে সূর্যের একপাশে জড়ো হবে, এবং এটি দেখা যাবে পৃথিবী থেকে। এই মহাজাগতিক দৃশ্য ২০৪০ সালের আগে আর দেখা যাবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সৌরমণ্ডলে পৃথিবী ছাড়া থাকবে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন এবং ইউরেনাস। এই বিরল দৃশ্য প্রায় ৪৫ মিনিট ধরে দেখা যাবে। বিশেষ করে সূর্যাস্তের পর এটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞানীরা এই ঘটনাটিকে “প্ল্যানেটারি প্যারেড” বলে অভিহিত করেছেন।গ্রহগুলির সূর্যের একপাশে আসা শুরু হয়েছিল গত জানুয়ারি মাসে। এরপর ফেব্রুয়ারিতে আরও কিছু গ্রহ সূর্যের একপাশে চলে আসে। তবে সবচেয়ে বড় ঘটনা ঘটবে ২৮ ফেব্রুয়ারি, যখন সৌরমণ্ডলের সমস্ত গ্রহ একসঙ্গে সূর্যের একপাশে অবস্থান করবে।

আফগানিস্তানের কাছে ইংল্যান্ডের হার, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দিকে এক ধাপ এগিয়ে আফগানরা

কীভাবে ও কখন দেখা যাবে?

এই মহাজাগতিক দৃশ্য সূর্যাস্তের পর আকাশে দেখা যাবে প্রায় ৪৫ মিনিট ধরে। তবে, বিজ্ঞানীরা জানিয়েছেন, খালি চোখে সবকটি গ্রহ দেখা সম্ভব হবে না। শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস গ্রহগুলো খালি চোখে দেখা যাবে, কিন্তু বুধ, শনি ও নেপচুন গ্রহ দেখার জন্য আপনাকে দূরবীন বা ছোট টেলিস্কোপের সাহায্য নিতে হবে।

কলকাতায় কি দেখা যাবে?

বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে, ভারতের প্রতিটি বড় শহর থেকে এই দৃশ্য দেখা যাবে। বিশেষভাবে, কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, লখনউ, নয়ডা, ইন্দোর, কানপুর, গুয়াহাটি, গ্যাংটক, আমেদাবাদ, দেরাদুন, হায়দ্রাবাদ, জয়পুর, পুণে—এই সব জায়গা থেকে মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। তবে, যদি আকাশে মেঘ থাকে বা বৃষ্টির পূর্বাভাস থাকে, তবে দেখার পথে কিছু বাধা আসতে পারে। এছাড়া, শহরের দূষণের কারণে দৃশ্যটি ঝাপসা হয়ে যেতে পারে।

ইংল্যান্ডের ট্রট আফগানিস্তানের কোচ হয়ে ইংল্যান্ডকেই হারিয়ে দিলেন

দৃশ্য দেখার কিছু টিপস:

  • দৃশ্য দেখার জন্য এমন কোনও স্থান বেছে নিন যেখানে অন্ধকার বেশি, এবং শহরের আলোর পরিমাণ কম। বেশি আলোতে চোখ ধাঁধিয়ে যায় এবং তা দৃশ্য দেখার অভিজ্ঞতা কমিয়ে দেয়।
  • একটি দূরবীন সঙ্গে রাখলে দেখার সুবিধা হবে, কারণ খালি চোখে সবকটি গ্রহ দেখা সম্ভব হবে না।
  • চোখকে অন্ধকার সয়ে নিতে কিছু সময় দিন, কারণ তৎক্ষণাৎ দৃশ্য দেখা নাও যেতে পারে।

এবারের এই মহাজাগতিক দৃশ্যটি সত্যিই এক বিরল অভিজ্ঞতা হতে চলেছে, তাই সেটি মিস না করে উপভোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর