ব্যুরো নিউজ, ৫ নভেম্ববর :বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং নিজের আলাদা স্টাইল ও চরিত্রের বৈচিত্র্যের জন্য সবসময় আলোচনায় থাকেন। সদা হাস্যময় রণবীরের ঝুলিতে একের পর এক হিট সিনেমা রয়েছে যা তাকে বলিউডে অন্যতম শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে। আসুন, দেখে নিই রণবীর সিংয়ের সেই বক্স অফিস কাঁপানো হিট সিনেমাগুলি।
দুর্দান্ত সাফল্যের পথে বহুরূপী! ১০ কোটি পেরিয়ে দীপাবলির আগে কি ছুঁবে ১২ কোটি?
দেখে নিন কোন কোন সিনেমা রয়েছে তালিকা
পদ্মাবত (২০১৮)
এই ঐতিহাসিক ছবিতে সুলতান আলাউদ্দিন খিলজির চরিত্রে নজর কেড়েছেন রণবীর। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই সিনেমাটি ২১৫ কোটি টাকা আয় করে বক্স অফিসে বিপুল সাফল্য অর্জন করে।
কালীপুজোর বিসর্জনে বাজি ফাটানোকে ঘিরে অশান্তি লেকটাউনে
সিম্বা (২০১৮)
রোহিত শেঠি পরিচালিত এই অ্যাকশন কমেডি সিনেমায় পুলিশ অফিসার সিম্বার চরিত্রে রণবীর দারুণ অভিনয় করেন। সিনেমাটি ৮০ কোটি টাকা আয় করে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়।
বাজিরাও মাস্তানি (২০১৫)
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই ছবিতে রণবীরকে পেশোয়া বাজিরাও-এর ভূমিকায় দেখা যায়। এই মহাকাব্যিক প্রেমকাহিনীটি ৩৫৮.২ কোটি টাকা আয় করে বলিউডের অন্যতম সফল ছবির তালিকায় অন্তর্ভুক্ত হয়।
রকি অউর রানী কী প্রেম কাহানী (২০২৩)
আলিয়া ভাটের সাথে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করেছেন রণবীর। করণ জোহর পরিচালিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি মুক্তির পর ১৬০ কোটি টাকা আয় করে।
দক্ষিণ কলকাতার কালীপুজো মণ্ডপে তৃণমূল কাউন্সিলরের কোন্দলে ভাঙচুর
গাল্লি বয় (২০১৯)
জোয়া আখতারের পরিচালনায় আলিয়ার বিপরীতে রণবীরের অভিনীত এই সিনেমাটি ছিল এক স্ট্রিট র্যাপারের কাহিনী। ৮৪ কোটি টাকা আয় করে ছবিটি সমালোচকদের প্রশংসা পায়।
গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা (২০১৩)
রোমিও অ্যান্ড জুলিয়েট অবলম্বনে নির্মিত এই ছবিতে রণবীর দীপিকার সাথে অভিনয় করেন। ছবিটি ৮৮ কোটি টাকা আয় করে, এবং তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি বিশেষ প্রশংসিত হয়।
83 (২০২১)
১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে তৈরি এই ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেন রণবীর। ২৫০ কোটি টাকার আয় করে ছবিটি বলিউডে বড়সড় সাড়া ফেলে।
অঙ্গনওয়াড়ি সেন্টারের খাবারে টিকটিকি, আতঙ্কিত অভিভাবকরা ছুটলেন হাসপাতালে
গুণ্ডে (২০১৪)
রণবীর, অর্জুন কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এই ছবিটি ১৩০ কোটি টাকা আয় করে। ছবিটি সেই বছরের বলিউডের ১০ম সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল।
দিল ধড়কনে দো (২০১৫)
জোয়া আখতার পরিচালিত এই মাল্টিস্টার সিনেমাটি এক পরিবারের গল্প তুলে ধরে। ছবিটি মুক্তির পর ৫৫ কোটি টাকা আয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়।