ব্যুরো নিউজ ৬ নভেম্বর : রাজস্থানের সোয়াই মাধোপুরের রণথম্ভোর জাতীয় উদ্যানে বাঘের রহস্যজনক অন্তর্ধান নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। গত এক বছরে এই উদ্যান থেকে প্রায় ২৫টি বাঘ নিখোঁজ হয়েছে। উদ্যানের মোট বাঘ-বাঘিনী সংখ্যা ছিল ৭৫টি, যার মধ্যে ২৫টি বাঘের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে ১১টি বাঘের গতিবিধি নজরে রাখাই সম্ভব হয়নি, এবং ১৪টি বাঘের অবস্থান সম্পর্কে বন দপ্তরের কাছে কোনও সঠিক তথ্য নেই।
উৎসবের মরসুমে দ্বিগুণ বিক্রি: ভারতের টু-হুইলার বাজারে বড় সাফল্য
উদ্বিগ্ন রাজ্যের বন দপ্তর
এই ঘটনায় রাজ্যের বন দপ্তর অত্যন্ত উদ্বিগ্ন। গত ১৪ অক্টোবর প্রকাশিত একটি বাঘ নজরদারি প্রতিবেদনে এই নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মুখ্য বন সংরক্ষক পবনকুমার উপাধ্যায়ের নির্দেশে মুখ্য বন সংরক্ষক, বন সংরক্ষক এবং ডেপুটি বন সংরক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটি আগামী দু’মাসের মধ্যে সম্পূর্ণ তদন্ত প্রতিবেদন জমা দেবে।এই রহস্যজনক ঘটনার মূল কারণ খুঁজে বের করাই তদন্তের মূল লক্ষ্য।
কোন দেশের মানুষ যৌনতায় সবচেয়ে বেশি সুখী!জানেন কি
প্রশ্ন উঠছে, বাঘগুলির নজরদারিতে কি কোনও গাফিলতি ছিল, নাকি সঠিকভাবে ট্র্যাক করা হয়নি? বন দপ্তর জানিয়েছে, পুরো ঘটনাটি অন্তর্ঘাতের কারণে ঘটেছে কিনা, বা উদ্যানের কোনও কর্মী বা কর্মকর্তার অবহেলার ফলেই বাঘগুলি উধাও হয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হবে।