ভালোবাসা দিবসে রণবীর কাপুরের নতুন চমক—লঞ্চ করলেন নিজের লাইফস্টাইল ব্র্যান্ড 'ARKS'

ব্যুরো নিউজ,১৫ ফেব্রুয়ারি :ভালোবাসা দিবসে রণবীর কাপুর এক নতুন চমক দিয়ে সকলকে অবাক করে দিয়েছেন। আলিয়া ভাটের মা হওয়া নিয়ে চলা গুঞ্জনকে উপেক্ষা করে, রণবীর কাপুর নিজেই ‘পিতৃত্ব’ গ্রহণ করেছেন—তবে এটি কোনো মানব সন্তান নয়, বরং তাঁর নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘ARKS’। ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার, মুম্বইয়ের বান্দ্রায় ‘ARKS’ নামক তার নতুন স্টোরের উদ্বোধন করেছেন তিনি।এদিন রণবীর কাপুর সাদা টি-শার্ট ও বেইজ রঙের প্যান্ট পরেছিলেন, এবং তাঁর মুখে ছিল হাসি। খুবই খুশি দেখাচ্ছিল তাঁকে। অনুরাগীদের সঙ্গে অটোগ্রাফ দেওয়ার সময় তিনি বেশ মজা করেছেন। স্টোরের সামনে ভিড় জমিয়েছিল ভক্তরা, এবং পাপারাৎজির ক্যামেরায় এক সুন্দর মুহূর্তও ধরা পড়ে। কিছু সময়ের জন্য সিঁড়িতে বসে পোজও দিয়েছিলেন তিনি।

এই ৫টি অভ্যাস যদি আপনার থাকে, তবে জীবনে কখনও সফলতা পাবেন না। জেনে নিন সেই অভ্যাস গুলো কি কি?

‘ARKS’ ব্র্যান্ডের বৈশিষ্ট্য

‘ARKS’ মূলত পুরুষদের জন্য একটি লাইফস্টাইল ব্র্যান্ড, তবে কিছু মহিলা পোশাকও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরুষদের জন্য সুতির জার্সি টি-শার্ট, প্লাস এমবসড ফ্রেঞ্চ টেরি সোয়েটশার্ট, হুডি, ডাবল পিক পোলো শার্ট, স্টাইলিশ ডেনিম বাইকার জ্যাকেট এবং আধুনিক লেদার রিভার্সিবল বোম্বার জ্যাকেট সহ আরও অনেক কিছু পাওয়া যাবে। আর বটম ওয়্যার কালেকশনেও রয়েছে স্ট্রেইট ফিট প্যান্ট, কার্গো প্যান্ট এবং চিনো শর্টস।এছাড়াও মহিলাদের জন্য থাকবে ক্রপ টপস, সুতির জার্সি টি-শার্ট, কাফতান টপস, এবং বিভিন্ন রকমের টপ-ওয়্যার। ডেনিম জিন্স, ডেনিম শর্টস, ফ্রেঞ্চ টেরি জগার্স এবং লিনেন ড্রস্ট্রিং প্যান্টসহ বটম-ওয়্যারও থাকবে।

ব্র্যান্ড সম্পর্কে রণবীরের মন্তব্য

নিজের ব্র্যান্ড নিয়ে রণবীর কাপুর একটি প্রেস নোটে বলেন, ‘এআরকেএস-(ARKS) এমন পোশাক তৈরি করবে, যা কোনো ধরনের উগ্রতা ছাড়াই স্টাইলিশ এবং আত্মবিশ্বাসী করে তুলবে। পোশাকগুলির ডিজাইন খুবই ছিমছাম হবে, যা পরিধানকারীদের আরও আত্মবিশ্বাসী অনুভব করাবে। এটি এমন একটি ব্র্যান্ড যা আপনার জীবনযাত্রার একটি সুন্দর প্রতিচ্ছবি হবে।’

তার আসন্ন সিনেমা

এদিকে, রণবীর কাপুর শীঘ্রই সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অভিনয় করতে চলেছেন। এই ছবিতে তাঁর সঙ্গে ভিকি কৌশল ও আলিয়া ভাটও থাকবেন। এটি হবে ২০০৭ সালের পর রণবীরের বনশালির সঙ্গে দ্বিতীয় কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর